আনভির বসুন্ধরা গ্রুপ (এবিজি)-এর বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানসমূহের জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে জনবল নিয়োগ করা হবে।
| পদের নাম | সর্বনিম্ন উচ্চতা | শিক্ষাগত যোগ্যতা | বয়সসীমা |
| সিকিউরিটি গার্ড (পুরুষ) | ৫'-৮" (পাঁচ ফুট আট ইঞ্চি) | ন্যূনতম এসএসসি পাস | ১৮ - ২০ বছর |
বিশেষ শর্ত: প্রার্থীকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সক্ষম হতে হবে এবং এবিজি'র যেকোনো অঙ্গপ্রতিষ্ঠানে কাজ করতে প্রস্তুত থাকতে হবে।
আগ্রহীগণকে সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি, যোগাযোগের টেলিফোন নম্বর সহ নিম্নোক্ত কাগজপত্র ও তথ্যসমূহ আবেদনপত্রের সাথে সংযুক্ত করে পাঠাতে হবে:
১. পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত (CV)
২. শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি
৩. জাতীয় পরিচয়পত্র, চারিত্রিক ও নাগরিকত্ব সনদপত্রের ফটোকপি
গুরুত্বপূর্ণ: খামের ওপর অবশ্যই আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।
| ঠিকানা-১ | ঠিকানা-২ |
| বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেড (বিওজিএসএল) | এবিজি টাওয়ার |
| আইন্তা, পানগাঁও পোর্ট রোড, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাক-১৩১১ | ফ্লাট ৪৪০, ৪৪১ ও ৪৪২, রোড ১৮, ব্লক এ, বসুন্ধরা আ/এ, ঢাকা- ১২২৯। |
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন- ০৮-১২-২০২৫ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ