Terms & Conditions (ব্যবহারের শর্তাবলি)

Terms & Conditions (ব্যবহারের শর্তাবলি)

নির্ধারিত শর্তাবলির আওতায় শুধু ব্যক্তিগত ব্যবহারের জন্য এবং বাণিজ্যিক নয় এমন শর্তে স্টাডিঅনলাইন বিডি আপনাকে ওয়েবসাইটের চাকরির তথ্য বা ফাইলসমূহ ডাউনলোডের জন্য অনুমতি দিচ্ছে। তবে এই অনুমতি যে কোন সময় প্রত্যাহার করা হতে পারে।

প্রচার, বিজ্ঞাপন, সুপারিশ কিংবা এমন কোন কাজে যাতে মনে হয় যে আপনার (অথবা অন্য কারো) এবং স্টাডিঅনলাইন বিডি অথবা এর কোন কর্মচারী কিংবা কোন এজেন্টের সাথে কোন সম্পর্ক আছে তাহলে স্টাডিঅনলাইন বিডি ওয়েবসাইটের বিষয়বস্তু ডাউনলোড কিংবা এর কোন পরিবর্তন করার কোন অনুমতি আপনার নেই।

স্টাডিঅনলাইনের বিষয়বস্তু ডাউনলোড বা ব্যবহার করার ফলে কিংবা এ সংক্রান্ত কোন কারণে আপনার কোন ক্ষতি হলে তার দায়দায়িত্ব স্টাডিঅনলাইন বিডি নেবে না।

**ব্যবহারের নিয়ম:
১। রেজিস্টেশন করতে হবে । রেজিস্টেশন এর তথ্য দিয়ে লগইন করতে হবে ।
২। ক্লাস নির্বাচন করতে হবে ।
৩। পরীক্ষার রুটিন অনুযায়ী পরীক্ষা হবে।
৪। পরীক্ষার ফলাফল সাথে সাথেই পাবেন কিন্তু সঠিক উত্তর জানতে পারবেন রাত ১২.০০টার পরে।
৫। আপনি পরীক্ষার সময় পরীক্ষায় অংশগ্রহণ করলে সেই পরীক্ষার তথ্য সেভ থাকবে ১৫ দিন পর্যন্ত কিন্ত যদি অংশগ্রহণ করতে না পারেন তা হলে আপনি পরীক্ষার প্রশ্ন দেখতে পাবেন না।

** পেমেন্টের নিয়ম:
পেমেন্ট করতে পারবেন বাংলাদেশের জনপ্রিয় পেমেন্ট গেটওয়ে sslcommerz এর মাধ্যমে । সর্বাধিক বিশ্বস্ত ও নিরাপদ পেমেন্ট সিস্টেম। পেমেন্ট সংক্রান্ত কোন সন্দেহ হলে আপনি বিকাশ হেল্পলাইন (16247) অথবা রকেট হেল্পলাইন (16216) অথবা নগদ হেল্পলাইন (16167) এর সাথে sslcommerz পেমেন্ট গেটওয়ের নিরাপত্তা বিষয়ে জেনে নিতে পারবেন ।

পেমেন্ট করার সহজ নিয়মঃ


কোন সমস্যা হলে যোগাযোগ করুনঃ
ইমেইল: contact@studyonlinebd.com
মোবাইল: +8801710286369
ইমো- 01710286369 হোয়াটসঅ্যাপ -01710286369