বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২২-এ ডিইও ব্যাচের প্রার্থীগণের লিখিত পরীক্ষার ফলাফল
১। গত ২৫ জুন ২০২১ বিএন কলেজ ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত বর্ণিত ব্যাচের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের রােল নম্বর নিম্নরূপঃ
ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখাঃ
২২০০০৩ | ২২০০০৪ | ২২০০০৬ |২২০০১৮ | ২২০০২৬] ২২০০২৭ | ২২০০২৯ | ২২০০৩৩ ২২০০৩৭ | ২২০০৪০ | ২২০০৫০] ২২০০৫৯ | ২২০০৭১|২২০০৮৩২২০০৯০ | ২২০১০৪ | ২২০১০৬] ২২০১০৭ ২২০১৩৫ | ২২০১৩৭ | ২২০১৪১ | ২২০১৪৯ | ২২০১৯২] ২২০১৯৩] ২২০১৯৭ | ২২০২০১ ২২০২০২] ২২০২১২ | ২২০২১৫ | ২২০২২০ | ২২০২২২] ২২০২৩৬] ২২০২৩৭] ২২০২৩৯ | ২২০২৫৮
বিএনভিআর (এস) শাখাঃ
২২০০২৪ | ২২০০৩৫২২০০৪৭ |২২০০৫৭] ২২০১১১ | ২২০১৩১] ২২০১৫৪ | ২২০১৬১] ২২০১৬৩]২২০১৬৯ | ২২০১৮০] ২২০১৮৬ |২২০২৫২] ২২০২৫৬] ২২১৫১৩] ২২১৫২৩ | ২২১৫৩৩
শিক্ষা শাখাঃ
২২০০০২ | ২২০০০৫ | ২২০০০৯ | ২২০০১২] ২২০০৪৩] ২২০০৪৬] ২২০০৫১ | ২২০০৫২] ২২০০৬৪ | ২২০০৭৯ | ২২০০৮০ | ২২০০৮৮ | ২২০০৯১] ২২০০৯২] ২২০০৯৪ | ২২০১১৪ | ২২০১১৭] ২২০১২০
২২০১২৩ | ২২০১২৫] ২২০১২৮ |২২০১৩৪ | ২২০১৩৮২২০১৪৭ | ২২০১৪৮ | ২২০১৫২|২২০১৫। | ২২০১৫৫ | ২২০১৬২ | ২২০১৬৪ | ২২০১৬৫ | ২২০১৭০] ২২০১৭৭| ২২০১৮৩ |২২০১৮৫২২০১৯৪ | ২২০১৯৫ | ২২০২১৬ | ২২০২২৮ |২২০২৩২| ২২০২৪২| ২২০২৪৫ | ২২০২৪৬ | ২২০২৪৮| ২২০২৫৭|| | ২২১৫০৮ | ২২১৫১২] ২২১৫১৯ | ২২১৫২১] ২২১৫৩৫] ২২১৫৪১ ]
২। Inter Service Selection Board (ISSB) কর্তৃক User ID এবং Password প্রত্যেক প্রার্থীর মােবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রেরণ করা হবে। ISSB হতে এসএমএস পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে http://issb-bd.org/candidatelogin এ login করে Online-এ Bio-data পূরণ করতে হবে। পরবর্তীতে একজন প্রার্থী ISSB কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখসহ Call-up letter পাবে।
৩। আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদের ওয়েবসাইট www.issb-bd.org হতে প্রার্থীগণের আইএসএসবি পরীক্ষার তারিখ জানা যাবে এবং কল-আপ লেটার ডাউনলােড করে ISSB তে নির্ধারিত তারিখ ও সময়ে হাজির হতে হবে। ISSB সংক্রান্ত যে কোন তথ্য ISSB ওয়েব সাইট হতে পাওয়া যাবে।
৪। লিখিত পরীক্ষার ফলাফল বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইটেও পাওয়া যাবেঃ www.joinnavy.navy.mil.bd এবং www.navy.mil.bd
ফলাফল দেখুন নিচেঃ