স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দেশের বিভিন্ন পৌরসভার জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বমোট ৬৫৮টি শূন্যপদে যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
বয়সসীমা: ০১/১১/২০২৫ তারিখে প্রার্থীর বয়স অধিকাংশ পদের জন্য ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে, প্রশাসনিক কর্মকর্তা (গ্রেড-৯ম) পদের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক সর্বোচ্চ বয়সসীমা প্রযোজ্য হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা lgd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা:
আবেদনপত্র জমাদানের পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। পদের গ্রেড অনুযায়ী পরীক্ষার ফি বাবদ ২২৩/-, ১৬৮/- অথবা ১১২/- টাকা (টেলিটক সার্ভিস চার্জ সহ) প্রদান করতে হবে। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য ৫৬/- টাকা।
পরীক্ষার তারিখ, সময় ও স্থান: লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে এসএমএস এবং স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইটে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ