ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ০৭টি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে মোট ৮৫২ জন প্রকৃত বাংলাদেশি নাগরিককে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম: অফিসার (ক্যাশ)-৮৫২
পদ সংখ্যা: ৮৫২টি (সোনালী ব্যাংক পিএলসি ৮৪টি, অগ্রণী ব্যাংক পিএলসি ৩০০টি, রূপালী ব্যাংক পিএলসি ২০০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ৪১টি, বেসিক ব্যাংক লিমিটেড ৪৮টি, বাংলাদেশ কৃষি ব্যাংক ১৬২টি এবং প্রবাসী কল্যাণ ব্যাংক ১৭টি)।
বয়স: ০১/০৭/২০২৫ তারিখে প্রার্থীর সর্বনিম্ন বয়স ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) এ নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধনকরতঃ আবেদন করতে হবে। আবেদন ফি অফেরতযোগ্য ২০০/- টাকা (অনগ্রসর নাগরিক গোষ্ঠীর জন্য ৫০/- টাকা)।
আবেদনের শেষ তারিখ: আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ০৭ ডিসেম্বর ২০২৫, রাত ১১.৫৯ টা। আবেদন ফি প্রদান এবং ভেরিফিকেশনের শেষ তারিখ ০৯ ডিসেম্বর ২০২৫, রাত ১১.৫৯ টা।
পরীক্ষার তথ্য: প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড ও নির্বাচনী পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।
১. Online Registration: আবেদনকারীকে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ ওয়েবসাইটে প্রবেশ করে Online Application Form পূরণের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। পূর্বে নিবন্ধন করা থাকলে বিদ্যমান CV ID Number ও Password ব্যবহার করে আবেদন করা যাবে।
২. ছবি ও স্বাক্ষর আপলোড:
* ছবি: নির্ধারিত স্থানে 600x600 পিক্সেল (ফাইল সাইজ 100 KB এর কম) এর রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড) আপলোড করতে হবে।
* স্বাক্ষর: 300x80 পিক্সেল (ফাইল সাইজ 60 KB এর কম) এর স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।
৩. প্রতিষ্ঠান পছন্দের ক্রম: বিজ্ঞপ্তিতে উল্লিখিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য আপনার পছন্দের ক্রম নির্ধারণ করতে হবে। পরবর্তীতে এই ক্রম পরিবর্তন করা যাবে না।
৪. আবেদন ফি পেমেন্ট পদ্ধতি: ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সার্ভিস 'রকেট' এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। Biller ID হিসেবে "Bankers Selection Committee Secretariat" সিলেক্ট করে Job ID ও CV ID Number ব্যবহার করে পেমেন্ট সম্পন্ন করতে হবে। পেমেন্ট শেষে প্রাপ্ত Transaction ID (TxnID) সংরক্ষণ করতে হবে।
৫. Payment Verify ও Tracking Page সংগ্রহ: প্রাপ্ত TxnID ব্যবহার করে নিয়োগ ওয়েবসাইটে Payment Verify সম্পন্ন করতে হবে। ভেরিফাই সম্পন্ন হলে একটি Tracking Page আসবে, যা অবশ্যই ভবিষ্যৎ প্রয়োজনের জন্য হার্ডকপি ও সফটকপি আকারে সংরক্ষণ করতে হবে।
যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আর দেরি না করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। এই নিয়োগ সংক্রান্ত যেকোনো পরিবর্তনে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে নজর রাখুন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ