১. কন্যা শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ তনয়া
২. বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু। এখানে চিনিপাতা কোন কারক?
উত্তরঃ করণ কারক
৩. ভানুমতির খেল প্রবচনটি বোঝায়?
উত্তরঃ ভেলকিবাজি
৪. ছেলে তো নয় যেন ননীর পুতুল” এখানে যেন?
উত্তরঃ অব্যয়
৫. কোনটি ভুল বাক্য?
ক. দীনতা সব সময় ভাল নয়
খ. দেশের দারিদ্র দূর করতে হবে
গ. সময় বড় সংক্ষিপ্ত
ঘ. এখানে প্রবেশ নিষিদ্ধ
উত্তর: খ. দেশের দারিদ্র দূর করতে হবে
ব্যাখ্যা: এখানে ভুল বাক্য ‘দেশের দারিদ্র দূর করতে হবে।’ এর সঠিক রূপ হবে- খ. দেশের দারিদ্র্য দূর করতে হবে।
৬. কোনটি শুদ্ধ বানান?
উত্তরঃ প্রত্যুদগমন
৭. অবীরা বলতে কোন নারীকে বুঝায়?
উত্তরঃ যে নারীর স্বামী, পুত্র নেই
৮. তুর্কি ভাষার শব্দ কোনগুলো?
উত্তরঃ চাকু, তোপ
৯. বাংলা ভাষায় প্রথম সনেট লিখেছেন?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
Fill in the blanks ( questions 10-13)
১০. He got—- his illness quickly.
Ans: over
১১. I am getting late—office.
Ans: for
১২. Please wait for me. I will be finished —five or ten minutes.
Ans: in
১৩. A diseases that is transmitted to people through the environment is known as?
Ans: infectious
১৪. Antonym of enormous?
Ans: Tiny
১৫. Antonym of Prodigal?
Ans: Thrifty
১৬. Change the voice of the sentence. They greet me cheerfully every morning.
Ans: I am greeted cheerfully by them every morning
১৭. Spill the beans meaning?
Ans: reveal someone’s secret
১৮. Synonym of Zest?
Ans: enthusiasm
১৯. f(x)= x2-5x +6 এবং f(x) হলে, x=কত?
উত্তরঃ 2,3
২০. x +y=3 এবং xy=2 হলে x^3 + y^3=?
উত্তরঃ 9
২১. একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য ৭ ও ৫ সেঃমি হলে এর পরিসীমা কত?
উত্তরঃ ২৪
২২. ৩০০ টাকার ৪ বছরের সরল মুনাফা ও ৪০০ টাকার ৫ বছরের সরল মুনাফা কত্রে ১৪৮ টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত?
উত্তরঃ ৪.৬২৫%
২৩. একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৪ মিটার বেশি। এর ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার হলে, পরিসীমা কত?
উত্তরঃ ৫৬ মিটার
২৪. একটি বিষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পারিমাপ ৪২, ৩৪ ও ২০ সেঃমি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
উত্তরঃ ৩৩৬ বর্গসেঃমি
২৫. FAO এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Food and Agriculture Organization
২৬. ২০১৯-২০২০ সালের বাজেটের আকার কত টাকা?
উত্তরঃ ৫.২৩ ট্রিলিয়ন
২৭. HTML কখন ব্যবহার করা হয়?
উত্তরঃ ওয়েব পেইজ ডিজাইনে
২৮. ‘.INI’ এক্সটেনশন সাধারণত কি ধরনের ফাইলে ব্যবহৃত হয়?
উত্তরঃ সিস্টেম ফাইল
২৯. হাতিরঝিলের নকশা পরিকল্পনাকারী কে?
উত্তরঃ এহসান খান
৩০. বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ এ কোন ক্রিকেটার প্রথম হ্যাট্রিক করেছেন?
উত্তরঃ মোঃ শামী