সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গ্রন্থকেন্দ্র জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে মোট ০৪ (চার)টি শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:

  • ড্রাইভার (হালকা/ভারী): ০৩
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০১

বয়সসীমা: সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ১লা অক্টোবর ২০২৫ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://jgk.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়:

  • অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ৮ ডিসেম্বর ২০২৫, সকাল ১০.০০টা
  • অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ৭ জানুয়ারি ২০২৬, বিকাল ৫.০০টা
  • আবেদনপত্র জমা দেওয়ার ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

পরীক্ষার ফি: ক্রমিক ০১-০২ পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকা সহ মোট ১১২/- টাকা (অফেরতযোগ্য)। তবে সকল গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ ৫০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকা সহ মোট ৫৬/- টাকা (অফেরতযোগ্য) জমা দিবেন।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান এসএমএস-এর মাধ্যমে এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের ওয়েবসাইটে (www.nbc.gov.bd) যোগ্য প্রার্থীদের জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ