বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সাংগঠনিক কাঠামোভুক্ত রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক (গ্রেড-২০) – ০৩ (তিন) টি।
বয়সসীমা: ০১.১১.২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ (আঠারো) বছর এবং সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://bfacf.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদন শুরুর তারিখ ও সময়: ২০ নভেম্বর ২০২৫, সকাল ১০:০০ ঘটিকা।
আবেদনের শেষ তারিখ ও সময়: ১০ ডিসেম্বর ২০২৫, বিকাল ০৫:০০ ঘটিকা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে অর্থাৎ ১৩ ডিসেম্বর ২০২৫, বিকাল ০৫:০০ ঘটিকার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
পরীক্ষার তারিখ, সময় ও স্থান: নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ওয়েবসাইট (www.bafacf.gov.bd) এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ