সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

১,১৫২টি পদে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের চাকরির MCQ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

পদের নামঃ অফিস সহায়ক-৪০১

পরীক্ষার তারিখঃ ১৭-০১-২০২৬ তারিখ

সম্পূর্ণ সমাধান দেখুন নিচেঃ


০১. তুমি, তোমরা সর্বনামগুলো দিয়ে কোন পক্ষ বোঝায়?
(ক) শ্রোতা ও বক্তা উভয়পক্ষ
(খ) শ্রোতাপক্ষ
(গ) অন্যপক্ষ
(ঘ) বক্তাপক্ষ
সঠিক উত্তর: (খ) শ্রোতাপক্ষ

০২. কাঁচা শব্দের বিপরীত শব্দ কোনটি?
(ক) অপরিপক্ক
(খ) পাকা
(গ) পুণ্য
(ঘ) গুণ
সঠিক উত্তর: (খ) পাকা

০৩. কোনটি গাছের সমার্থক শব্দ নয়?
(ক) তরু
(খ) বিটপী
(গ) অদ্র (অদ্রি)
(ঘ) বৃক্ষ
দ্রষ্টব্য: তরু, বিটপী ও বৃক্ষ অর্থ গাছ। অদ্রি অর্থ পর্বত বা পাহাড়।
সঠিক উত্তর: (গ) অদ্র

০৪. বাংলা সাধুভাষার জনক কে?
(ক) প্রমথ চৌধুরী
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সঠিক উত্তর: (ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

০৫. ধুমকেতু কার ছদ্মনাম?
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) দক্ষিণারঞ্জন মিত্র
(ঘ) জীবনানন্দ দাস
সঠিক উত্তর: (ক) কাজী নজরুল ইসলাম

০৬. 'আদর্শ ছেলে' কবিতাটির রচয়িতা কে?
(ক) সুফিয়া কামাল
(খ) জসিম উদ্দীন
(গ) কুসুমকুমারী দাস
(ঘ) সুকুমার রায়
সঠিক উত্তর: (গ) কুসুমকুমারী দাস

০৭. মেঘ শব্দের বহুবচন কোনটি?
(ক) মেঘেরা
(খ) মেঘগুলো
(গ) মেঘমালা
(ঘ) মেঘসমূহ
সঠিক উত্তর: (গ) মেঘমালা

০৮. যথার্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) যথা + অর্থ
(খ) যথা + আর্থ
(গ) যথা: + অর্থ
(ঘ) যথ + অর্থ
সঠিক উত্তর: (ক) যথা + অর্থ

০৯. উচ্চারণের একক কী?
(ক) বর্ণ
(খ) ধ্বনি
(গ) অক্ষর
(ঘ) শব্দ
সঠিক উত্তর: (গ) অক্ষর

১০. বাংলা ভাষায় বচন হলো -
(ক) উক্তির ধারণা
(খ) রীতির ধারণা
(গ) সংখ্যার ধারণা
(ঘ) শব্দের ধারণা
সঠিক উত্তর: (গ) সংখ্যার ধারণা

১১. একটি সমকোণী ত্রিভুজের সমকোণসংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৬ সে.মি. এবং ৪ সে.মি. হলে, ক্ষেত্রফল কত হবে?
(ক) ৪২ বর্গ সে.মি.
(খ) ২৪ বর্গ সে.মি.
(গ) ৪৫ বর্গ সে.মি.
(ঘ) ৪৪ বর্গ সে.মি.
সমাধান: ০.৫ × ভূমি × উচ্চতা = ০.৫ × ৬ × ৮ = ২৪
সঠিক উত্তর: (খ) ২৪ বর্গ সে.মি. [প্রশ্নে ৪ এর জায়গায় ৮ হলে উত্তর ২৪ বর্গ সে.মি. হবে। প্রশ্নের অপশন অনুসারে উত্তর ১২ বর্গ সে.মি. ]

১২. ৫% ভ্যাটে ৪০৮০ টাকার বিলে ভ্যাটের পরিমাণ কত টাকা?
(ক) ১১৫
(খ) ৪০৮
(গ) ১০৫
(ঘ) ২০৪
সমাধান: ৪০৮০ এর ৫% = ৪০৮০ × ০.০৫ = ২০৪
সঠিক উত্তর: (ঘ) ২০৪

১৩. x এর ১০% যদি y এর ২০% এর সমান হয় তবে x:y = কত?
(ক) ২:১
(খ) ১:২
(গ) ৫:১
(ঘ) ১০:১
সমাধান: ১০x = ২০y বা, x/y = ২০/১০ = ২/১
সঠিক উত্তর: (ক) ২:১

১৪. ১ মিটার = কত ইঞ্চি (প্রায়)?
(ক) ৩৭.৩৯
(খ) ৩৭.৫৪
(গ) ৩৯.৬২
(ঘ) ৩৯.৩৭
সঠিক উত্তর: (ঘ) ৩৯.৩৭

১৫. একজন ব্যবসায়ী প্রতিদিন ২০ কে.জি. ৪০০ গ্রাম ডাল বিক্রয় করলে, মাসে কী পরিমাণ ডাল বিক্রয় করতে পারেন? (মাস = ৩০ দিন ধরে)
(ক) ৬০৮ কে.জি.
(খ) ৬২২ কে.জি.
(গ) ৬১০ কে.জি.
(ঘ) ৬১২ কে.জি.
সমাধান: ২০.৪ কেজি × ৩০ = ৬১২ কেজি
সঠিক উত্তর: (ঘ) ৬১২ কে.জি.

১৬. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
(ক) ৭
(খ) ৪
(গ) ১৪
(ঘ) ১১
সঠিক উত্তর: (ঘ) ১১

১৭. জাতিসংঘের অফিশিয়াল ভাষা কয়টি?
(ক) ৯
(খ) ৮
(গ) ৭
(ঘ) ৬
সঠিক উত্তর: (ঘ) ৬

১৮. ইরানের রাজধানী কোনটি?
(ক) ইসলামাবাদ
(খ) ইস্তাম্বুল
(গ) তেহরান
(ঘ) বাগদাদ
সঠিক উত্তর: (গ) তেহরান

১৯. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি?
(ক) একুশে পদক
(খ) স্বাধীনতা পদক
(গ) বাংলা একাডেমি পদক
(ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ) স্বাধীনতা পদক

২০. 'ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল' এর প্রধান কার্যালয় কোথায়?
(ক) হাঙ্গেরী
(খ) জার্মানি
(গ) ফ্রান্স
(ঘ) নেদারল্যান্ডস
নোট: বার্লিন, জার্মানি।
সঠিক উত্তর: (খ) জার্মানি

২১. 'বেলফোর' ঘোষণা কোন রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত?
(ক) পাকিস্তান
(খ) কসোভো
(গ) ইসরায়েল
(ঘ) কিউবা
সঠিক উত্তর: (গ) ইসরায়েল

২২. নিচের কোনটি বাংলাদেশের মাতৃপ্রধান উপজাতি?
(ক) মুরং
(খ) খুমি
(গ) চাকমা
(ঘ) খাসিয়া
সঠিক উত্তর: (ঘ) খাসিয়া

২৩. বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার কোথায় অবস্থিত?
(ক) চট্টগ্রাম
(খ) সাভার
(গ) রাজশাহী
(ঘ) সিলেট
সঠিক উত্তর: (খ) সাভার

২৪. বাংলাদেশে ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?
(ক) হাজী শরীয়তুল্লাহ
(খ) পীর মুহসীনুদ্দীন
(গ) শাহ ওলিউল্লাহ
(ঘ) মাওলানা কেরামত আলী
সঠিক উত্তর: (ক) হাজী শরীয়তুল্লাহ

২৫. বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কত বছর?
(ক) ৩
(খ) ৫
(গ) ৪
(ঘ) ২
সঠিক উত্তর: (গ) ৪

২৬. ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
(ক) এ.কে. ফজলুল হক
(খ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
(গ) আবুল হাসেম
(ঘ) চৌধুরী খালেকুজ্জামান
সঠিক উত্তর: (ক) এ.কে. ফজলুল হক

২৭. 'এডামস পিক' কোথায় অবস্থিত?
(ক) মিশর
(খ) ইরান
(গ) ভারত
(ঘ) শ্রীলংকা
সঠিক উত্তর: (ঘ) শ্রীলংকা

২৮. গ্রিনল্যান্ড দ্বীপের মালিক কোন দেশ?
(ক) ডেনমার্ক
(খ) নরওয়ে
(গ) জাপান
(ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর: (ক) ডেনমার্ক

২৯. প্রথম কোন মুসলিম বাংলা জয় করেন?
(ক) শিরান খলজি
(খ) হুসেন শাহ
(গ) ইলিয়াস শাহ
(ঘ) বখতিয়ার খলজি
সঠিক উত্তর: (ঘ) বখতিয়ার খলজি

৩০. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালি?
(ক) জিব্রাল্টার প্রণালি
(খ) বেরিং প্রণালি
(গ) বসফরাস প্রণালি
(ঘ) বাবেল মান্দেব প্রণালি
সঠিক উত্তর: (ঘ) বাবেল মান্দেব প্রণালি

৩১. গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?
(ক) ফকরুদ্দীন মোবারক শাহ
(খ) হোসেন শাহ
(গ) ঈশা খাঁ
(ঘ) শায়েস্তা খান
সঠিক উত্তর: (খ) হোসেন শাহ (ছোট সোনা মসজিদ আলাউদ্দিন হোসেন শাহের আমলে নির্মিত হয়)।

৩২. প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করে?
(ক) গ্রিকরা
(খ) ফিনিশীয়রা
(গ) মিশরীয়রা
(ঘ) রোমানরা
সঠিক উত্তর: (খ) ফিনিশীয়রা

৩৩. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত কত?
(ক) ১০:৬
(খ) ১১:৭
(গ) ৮:৫
(ঘ) ১১:৮
সঠিক উত্তর: (ক) ১০:৬

৩৪. আসিয়ান (ASEAN) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
(ক) দিল্লী
(খ) ম্যানিলা
(গ) সিঙ্গাপুর
(ঘ) জাকার্তা
সঠিক উত্তর: (ঘ) জাকার্তা (ইন্দোনেশিয়া)। [নোট: প্রশ্নে অপশনে (গ) তে জাকার্তা থাকার কথা থাকলেও ক্রম অনুযায়ী (ঘ) এর স্থানে জাকার্তা লেখা বা অপশন এলোমেলো থাকতে পারে, তবে সঠিক উত্তর জাকার্তা।]
সংশোধন: ছবিতে অপশন (গ) তে জাকার্তা লেখা আছে।
সঠিক উত্তর: (গ) জাকার্তা

৩৫. 'জেনেভা কনভেনশনস' হলো কতগুলো -
(ক) যুদ্ধচুক্তি
(খ) সামরিক চুক্তি
(গ) মানবাধিকার চুক্তি
(ঘ) অর্থনৈতিক চুক্তি
সঠিক উত্তর: (ক) যুদ্ধচুক্তি (যুদ্ধকালীন আচরণবিধি সংক্রান্ত চুক্তি)।

৩৬. ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে ভারতীয় উপমহাদেশের কোন শিল্প ধ্বংস হয়?
(ক) বস্ত্রশিল্প
(খ) চিত্রশিল্প
(গ) পাটশিল্প
(ঘ) রংশিল্প
সঠিক উত্তর: (ক) বস্ত্রশিল্প

৩৭. বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি?
(ক) ঠাকুরগাঁও
(খ) পঞ্চগড়
(গ) কুড়িগ্রাম
(ঘ) নীলফামারী
সঠিক উত্তর: (খ) পঞ্চগড়

৩৮. 'উয়ারী বটেশ্বর' কী?
(ক) প্রাচীন গ্রন্থ
(খ) প্রাচীন মন্দির
(গ) প্রাচীন বৃক্ষ
(ঘ) প্রাচীন জনপদ
সঠিক উত্তর: (ঘ) প্রাচীন জনপদ

৩৯. ভুটানে কোন বাহিনী নেই?
(ক) বিমানবাহিনী
(খ) নৌবাহিনী
(গ) সেনাবাহিনী
(ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ) নৌবাহিনী (ভুটান একটি স্থলবেষ্টিত দেশ)।

৪০. যুক্তরাষ্ট্রে নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন -
(ক) ১৯২০ সালে
(খ) ১৯৩১ সালে
(গ) ১৯০২ সালে
(ঘ) ১৮৯৩ সালে
সঠিক উত্তর: (ক) ১৯২০ সালে

৪১. We need as ______ people as possible.
(ক) enough
(খ) most
(গ) many
(ঘ) much
সঠিক উত্তর: (গ) many

৪২. Man is ______ architect of his own fate.
(ক) an
(খ) the
(গ) a
(ঘ) no article needed
সঠিক উত্তর: (খ) the

৪৩. Bangladesh is rich ______ natural gas.
(ক) in
(খ) on
(গ) of
(ঘ) for
সঠিক উত্তর: (ক) in

৪৪. Slow and steady ______ the race.
(ক) won
(খ) has won
(গ) wins
(ঘ) win
সঠিক উত্তর: (গ) wins

৪৫. The glass contains ______ drinking water.
(ক) a few
(খ) several
(গ) many
(ঘ) a little
সঠিক উত্তর: (ঘ) a little

৪৬. 'How charming the sight is!' - is an example of ______ sentence.
(ক) assertive
(খ) interrogative
(গ) exclamatory
(ঘ) operative (optative হবে সম্ভবত, মুদ্রণ প্রমাদ)
সঠিক উত্তর: (গ) exclamatory

৪৭. Which is ______ of the two?
(ক) the cheapest
(খ) cheep
(গ) the cheaper
(ঘ) the cheap
সঠিক উত্তর: (গ) the cheaper (দুইয়ের মধ্যে তুলনা বোঝালে comparative degree হয়)।

৪৮. All that glitters ______ not gold.
(ক) look
(খ) is
(গ) are
(ঘ) make
সঠিক উত্তর: (খ) is

৪৯. He said nothing ______ a long time.
(ক) for
(খ) after
(গ) since
(ঘ) during
সঠিক উত্তর: (ক) for

৫০. He runs fast. Here 'fast' is—
(ক) an adverb
(খ) a verb
(গ) a conjunction
(ঘ) an adjective
সঠিক উত্তর: (ক) an adverb




ভুল সংশোধনের কাজ চলছে...........