বাংলা অংশ সমাধানঃ

১.‘যার কোন মূল্য নেই’ তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়—উত্তরঃ ঢাকের বাঁয়া

২.‘ পরিচ্ছেদ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি—উত্তরঃ পরি + ছেদ

৩. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি–উত্তরঃ কৃষ্ণকুমারী

৪. খাঁটি বাংলায় কোন সন্ধি নেই—উত্তরঃ বিসর্গ সন্ধি

৫. বাগধারার অর্থ নির্ণয় করুন:‘ একচোখা’– উত্তরঃ পক্ষপাতদুষ্ট

৬.‘ নরসুন্দর’ শব্দের অর্থ কি— উত্তরঃ নাপিত

৭. এক কথায় প্রকাশ করুন: যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না—উত্তরঃ দুস্তর

৮. নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ— উত্তরঃ ঢাকী

৯.‘ অভ্র’ শব্দের অর্থ কি— উত্তরঃ মেঘ

১০.‘ সংশয়’ শব্দের বিপরীত শব্দ কোনটি— উত্তরঃ প্রত্যয়

গণিত অংশ সমাধানঃ

১১. দুটি ট্রেন ৬০ কিমি/ ঘন্টা এবং ৯০ কিমি/ ঘন্টা বেগে একই স্থান হতে একে অপরের বিপরীত দিকে চলছে। এদের দৈর্ঘ্য যথাক্রমে ১.১০ কিলোমিটার এবং ০.৯ কিলোমিটার হলে ধীর গতির ট্রেনটি দ্রুত গতির ট্রেনটিকে অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে?—  উত্তরঃ কোনটিও নয়

১২. ছয়টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির যোগফল ৩৬ ।শেষ তিনটির যোগফল কত?– উত্তরঃ ৪৫

১৩. একটি সংখ্যাকে ১০২ দিয়ে ভাগ করলে ভাগশেষ ২৩ থাকে। যদি ওই সংখ্যা কে ১৭ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে?— উত্তরঃ ৬

১৪.কয়েকটি চকলেট আরিফ, রায়হান ও তমালের মধ্যে ৫ঃ৪ঃ ৭ অনুপাতে ভাগ করে দেওয়া হলো। যদি তমাল ৩৫ টি চকলেট পায় তবে আরিফ কয়টি চকলেট পাবেন?— উত্তরঃ ২৫

১৫. a+b=9m এবং ab=18m2 হলে, a-b= ?— উত্তরঃ 3m

১৬.যদি ৪ জন লোক প্রতি ঘন্টা ২০ টি বালিশ তৈরি করতে পারে, তবে ৮ জন লোক ৪০ টি বালিশ তৈরি করতে কত ঘন্টা সময় নিবে?— উত্তরঃ ১ ঘণ্টা

১৭. যদি xy<0, xz>0  এবং z<0  তবে নিচের কোনটি অবশ্যই সত্য হবে?  উত্তরঃ y>0

১৮. ১,৩,৬,১০, ১৫, ২১ ধারাটির দশম পদ কোনটি? উত্তরঃ ৫৫

১৯ .কোন সংখ্যার দুই-তৃতীয়াংশ ওই সংখ্যার ৫০ কম হলে সংখ্যাটি কত?–উত্তরঃ ১৫০

২০. পিতা, মাতা ও কন্যার বয়সের গড় ৩০ বছর। মাতা ও কন্যার গড় বয়স ২৫ বছর হলে পিতার বয়স কত বছর?—৪০ বছর

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ

২১. এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র কোনটি—উত্তরঃ শ্রীলংকা

২২. বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ রয়েছে—উত্তরঃ ১১ টি

২৩.‘ সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত— উত্তরঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

২৪. টেকসই উন্নয়ন লক্ষ্য এর মেয়াদ শেষ হবে কত সালে—উত্তরঃ ২০৩০

২৫.‘ হিলি’ স্থলবন্দরটি কোন জেলায় অবস্থিত–-উত্তরঃ দিনাজপুর

২৬. যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন কি হতে পারে—উত্তরঃ সূর্যগ্রহণ

২৭. কোনটি বাংলাদেশের সর্ব দক্ষিনে অবস্থিত–উত্তরঃ ছেড়া দ্বীপ

২৮. Food and Agricultural Organization (FAO)এর সদর দপ্তর কোথায় অবস্থিত– উত্তরঃ রোম

২৯.দক্ষিণ আফ্রিকার রাজধানীর নাম কি—উত্তরঃ কেপ টাউন

৩০. ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি– উত্তরঃ রুপিয়া

৩১. কম্পিউটারে কয়টি ফাংশন কী থাকে—উত্তরঃ ১২ টি

৩২. এমএস ফটোশপ কোন ধরনের সফটওয়্যার–উত্তরঃ অ্যাপ্লিকেশন সফটওয়ার

৩৩. এম এস ওয়ার্ডে কোন টেক্সট কে আনডু করতে হলে কি বোর্ডের নিচের কোন কোন ব্যবহৃত হয়-উত্তরঃ Ctrl + Z

৩৪. ওয়ার্কশীটে ফরমুলা লেখার জন্য ফরমুলা বারে কোন চিহ্ন টাইপ করতে হয়– উত্তরঃ =

৩৫.হেডার কি–উত্তরঃ পৃষ্ঠার উপরের অংশের টাইটেল

৩৬. বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত—উত্তরঃ ফরিদপুর

৩৭. বাংলাদেশ সমুদ্রবন্দর রয়েছে—— টি?– উত্তরঃ ৩ টি

৩৮. পায়রা সমুদ্র বন্দর কোন সাল হতে এর কার্যক্রম শুরু করে—উত্তরঃ ১৩ আগস্ট ২০১৬

৩৯. বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাসক্ষেত্র কোনটি—উত্তরঃ সাঙ্গু ভ্যালি

৪০. পায়রা সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত—উত্তরঃ কলাপাড়া পটুয়াখালী

ইংরেজী অংশ সমাধানঃ

Choose the word that is closest to meaning:

৪১. Privilege:  Advantage

৪২. Enormous: Huge

৪৩. Acute: Severe

৪৪. Anomaly: Irregularity

৪৫. Fortune: luck

Choose the missing word:

৪৬. on

৪৭. for

৪৮. among

৪৯. has

৫০. on

#Android App: Jobs Exam Alert

প্রশ্নের সমাধান ফেসবুক গ্রুপে বা পেইজে  পোস্ট করার সময় নিচের অংশে  # ট্যাগ  #Android App: Jobs Exam Alert  দিলে খুশি হব।    

যে কোন প্রশ্নের সমাধান পেতে পরীক্ষার প্রশ্ন আমাদের পাঠিয়ে দেনঃ 

ইমেইল করুনঃ Admin@studyonlinebd.com

imo- 01710286369
whatsapp-01710286369

যে কোন মাধ্যমে আপনি আমাদের প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। 

আজকের পরীক্ষার প্রশ্ন সংগ্রহ করেছেনঃ  Tonmoy roy

পরীক্ষার প্রশ্ন নিচেঃ