সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) বিভিন্ন ক্যাটাগরিতে ৩৬টি শূন্য পদে নিয়োগের জন্য চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। নির্বাচিত প্রার্থীদের আগামী ১৮-১২-২০২৫ থেকে ৩১-১২-২০২৫ তারিখের মধ্যে নিজ নিজ পদে যোগদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
১. প্রোগ্রামার - ০১টি
২. যানবাহন পরিদর্শক - ০১টি
৩. রক্ষণাবেক্ষণ পরিদর্শক - ০১টি
৪. প্রধান সহকারী - ০৩টি
৫. ওয়ার্ড প্রসেসিং সহকারী - ০১টি
৬. পিএ/সাঁটলিপিকার-কাম- কম্পিউটার অপারেটর - ০১টি
৭. অডিটর - ০২টি
৮. অফিস সহকারী-কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক - ০২টি
৯. স্টোর ক্লার্ক-কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক - ০১টি
১০. টেলিফোন অপারেটর - ০১টি
১১. পাম্প অপারেটর - ০১টি
১২. প্লাম্বার - ০১টি
১৩. ইলেকট্রিশিয়ান - ০১টি
১৪. ডেসপাস রাইডার - ০১টি
১৫. অফিস সহায়ক - ১৮টি

যোগদানের প্রক্রিয়া:
নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র ইতিমধ্যে তাদের স্থায়ী ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হয়েছে। এছাড়া প্রার্থীরা কাউন্সিলের প্রশাসনিক ভবনের সংস্থাপন শাখা থেকেও নিয়োগপত্র সংগ্রহ করতে পারবেন। ১৮ ডিসেম্বর ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে প্রার্থীদের কর্মস্থলে যোগদান করতে হবে।

যোগদানকালে প্রয়োজনীয় কাগজপত্র:
যোগদানের সময় প্রার্থীদের সিভিল সার্জন কর্তৃক শারীরিক উপযুক্ততার সনদ, সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডোপ টেস্ট রিপোর্ট, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, এনআইডি এবং প্রযোজ্য ক্ষেত্রে পূর্বতন অফিসের ছাড়পত্র জমা দিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ