প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড সংক্রান্ত কিছু তথ্যঃ
১।দুইটা আবেদন/অধিক আবেদন করেছিলাম ,এডমিট কার্ড ডাউনলোড দিতে পারছিনা ?
উত্তরঃ এখন আপনারা এডমিট কার্ড ডাউনলোড দিতে পারবেন , তবে যে কোন একটা । লগইন করার পরে Confirm করতে বলবে। তাই আপনার হার্ড কপি দেখে , যে আবেদন সঠিক আছে সেইটা Confirm করে আপনি এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। একটা Confirm করার সাথে সাথে অন্য সকল আবেদন বাতিল হয়ে যাবে ।সতর্ক ভাবে আগে নিজের হার্ডকপি দেখেন তার পরে সঠিক টা Confirm করেন ।
ছবি নিচেঃ
২। সঠিক তথ্য দেওয়ার পরেও ভুল দেখাচ্ছে?
উত্তরঃ আপনি সঠিক তথ্য দিচ্ছেন না , আপনার ইউজার আইডিতে অথবা পাসওয়ার্ডের মধ্যে দেখেন শূন্য বা ইংরেজি ও আছে আপনি এইটাই শূন্য কে ও মনে করছেন অথবা ও কে শূন্য মনে করছেন।
৩। ২৪ তারিখে পরীক্ষা কিন্তু এখন ও এসএমএস পাইনি?
উত্তরঃ আপনার কাছে যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে আপনি ঐটা দিয়েও এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন । আবেদনের সময় আপনাকে এসএমএস দিয়ে দিয়েছিল ।
এখান থেকে পাসওয়ার্ড বের করতে পারবেনঃ https://admit.dpe.gov.bd/att/applicant/forgrtPassword
৪। কোথায় থেকে ডাউনলোড করবো এডমিট কার্ড ?
উত্তরঃ আপনাকে এসএমএস এর মাধ্যমে যে লিংক দিয়েছে, সেই লিংকে দিয়ে এডমিট কার্ড ডাউনলোড দিতে পারবেন তবে ভুলে ও কেউ টেলিটকের ওয়েবসাইটে গিয়ে এডমিট কার্ড ডাউনলোডের চেষ্টা করবেন না কারণ এই পরীক্ষার এডমিট কার্ড তারা দেয়নি ।
এখান থেকে এডমিট কার্ড ডাউনলোড দিতে পারবেনঃ http://admit.dpe.gov.bd
সেই সাথে এই পরীক্ষার ফলাফল সহ চাকরি সংক্রান্ত সকল তথ্য মোবাইলে নোটিফিকেশন পেতে ব্যবহার করতে পারেন Android App: Jobs Exam Alert