সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

আপনার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি কতটা শক্ত—তা যাচাই করুন একটি স্মার্ট কুইজে! পুরো কুইজ বাংলা ভাষা, ব্যাকরণ, ধ্বনি ও বর্ণ অধ্যায়ের বাছাইকৃত ২০টি প্রশ্নে গড়া। লক্ষ্য একটাই: ২০-এ ১৫ বা তার বেশি স্কোর করে দেখানো। আত্মবিশ্বাস, গতি আর নির্ভুলতা—সবকিছুরই পরীক্ষা হবে এখানে। এভাবেই সম্পূর্ণ সিলেবাস শেষ করা হবে।

অধ্যায়ের নামঃ বাংলা ভাষা, ব্যাকরণ, ধ্বনি ও বর্ণ 

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কমন টার্গেটঃ ১-২ মার্ক 

পরীক্ষা শুরু হবেঃ  ১৮-১১-২০২৫ তারিখ দুপুর ১২টা থেকে ১৯-১১-২০২৫ তারিখ দুপুর ১২টা পর্যন্ত। 

এখনই কুইজে অংশ নিতে  ক্লিক করুনঃ   Click here

অথবা https://primary.studyonlinebd.com/  

আগামীকালকের কুইজে থাকছে আকর্ষণীয় পুরস্কারঃ

১ম পুরস্কারঃ প্রাইমারি পাসওয়ার্ড বই
২য় পুরস্কারঃ জব’স পাসওয়ার্ড – All in One বই
৩য় পুরস্কারঃ Math Password বই 

একাধিক পরীক্ষার্থী একই নম্বর পেলে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। 

বিশ্লেষণঃ এই অধ্যায়ের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় ৯৫% প্রশ্ন বিগত সাল থেকে কমন এসেছে। তবে শুধু বিগত সাল না পড়ে সবার উচিৎ নিশ্চিত ১ মার্ক কমন পাওয়ার জন্য এমন ভাবে পড়া এই অধ্যায় থেকে যেকোন প্রশ্ন আসলে কমন পাওয়া যায় এই ভাবে পড়া। আর পরীক্ষার আগে রিভিশিনের জন্য বিগত সাল দেখা। 

সর্বশেষ পরীক্ষায় ৪টা প্রশ্ন কমন এসেছিল , সকল প্রশ্ন বিগতসাল থেকেঃ

১। ‘বন্ধন’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস নিচের কোনটি? [প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (২য় ধাপ)০২-২-২৪]  কমন এসেছেঃ [৩৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট ০৮-১-১৬]  উত্তরঃবন্ + ধন্  

২। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? [প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (৩য় ধাপ)২৯-০৩-২৪] কমন এসেছেঃ [প্রাথমিক সহকারী শিক্ষক ১৮ (দ্বিতীয় পর্যায়)-২০১৯] [১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট ১৯৯৭] [পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ে সহকারী সচিব পরীক্ষা ৮-৭-০৫] [কৃষি ব্যাংক সহকারী অফিসার ২২-৬-০৭]  উত্তরঃ ১০ টি 

৩। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয়-[প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (১ম ধাপ) ৮- ১২-২৩] কমন এসেছেঃ [পরিকল্পনা মন্ত্রাণালয় –ডাটা প্রসেসিং অপারেটর ১৬-১১-০২]  উত্তরঃ  ধ্বনি

৪। বাগযন্ত্রের অংশ কোনটি? [প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (১ম ধাপ)৮-১২-২৩] কমন এসেছেঃ [ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি – সহকারী প্রকৌশলী ২০-৫-২৩]

 ক. দাঁত খ. সবকটি গ. স্বরযন্ত্র ঘ. ফুসফুস উ. খ

নতুন নিয়োগ বিধি ২০২৫ অনুযায়ী এখন নেগেটিভ মার্ক কাটা হবে ০.৫০। আর নিয়োগ পরীক্ষায়ও অনেক পরিবর্তন হবে। তাই শুধু বিগত বছরের প্রশ্ন ফলো না করে এমনভাবে পড়ুন, যেন এই অধ্যায় থেকে যেকোনো প্রশ্ন আসলে আপনি উত্তর করতে পারেন। আমাদের প্রশ্নও সেইভাবেই হবে।

পরীক্ষার প্রশ্নঃ

এই পরীক্ষার প্রশ্ন সাজানো হয়েছে আমাদের প্রাইমারি পাসওয়ার্ড বইয়ের উপরে। বইটি ২৫-১১-২০২৫ তারিখের মার্কেটে আসবে। যেহেতু অনলাইনে পরীক্ষা শুরু হয়েছে তাই আমাদের পাঠকদের জন্য আমরা পিডিএফ আকারে বইটির ফাইল দিবো যাতে তারা এইটা পড়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।  

১৮-১১-২০২৫ তারিখের পরীক্ষার পিডিএফঃ   https://drive.google.com/file/d/12hfPmIlkHAMZTF2V1qZP-6plYvdgotu9/view

আমাদের ১৮-১১-২০২৫ তারিখের  চ্যালেঞ্জ:

প্রতিদিন দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত আমাদের প্ল্যাটফর্মে একটি অনলাইন কুইজ অনুষ্ঠিত হবে।

  • পূর্ণমান: ২০
  • আপনার চ্যালেঞ্জ: কমপক্ষে ১৫ মার্ক অর্জন করা।

কেন এই চ্যালেঞ্জ?
কারণ আমাদের প্রশ্নপত্রগুলো এমনভাবে সাজানো আছে, যা একটি অধ্যায়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ অংশকে অন্তর্ভুক্ত করে। যে এই পরীক্ষায় ১৫ মার্ক পাবে, তার প্রস্তুতি এতটাই শক্তিশালী হবে যে, মূল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় সেই অধ্যায় থেকে আসা যেকোনো প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবেন। এটিই আপনার নিয়োগ পরীক্ষায় পাশ করার (টিকতে) নিশ্চয়তা দেবে। 

সম্পূর্ণ ফ্রি—শুধুমাত্র নাম ও মোবাইল নম্বর দিয়ে কুইজে অংশগ্রহণ করতে পারবেন। পরীক্ষামূলকভাবে আজ থেকে কুইজ চ্যালেঞ্জটি শুরু হয়েছে। খুব দ্রুতই এটি বিস্তার লাভ করবে এবং পুরস্কারের ব্যবস্থা করা হবে।

বন্ধুকেও চ্যালেঞ্জ করুন—দেখা যাক, ১৫/২০ কে আগে পায়!