সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিঃ (বাপেক্স) তাদের কেন্দ্রীয় নিয়োগের আওতায় ৯ম ও ১০ম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগের জন্য মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে।

নির্বাচিত পদ ও সংখ্যা:

  • সহকারী ব্যবস্থাপক (ভূতত্ত্ব): ১০ জন
  • সহকারী ব্যবস্থাপক (ভূ-পদার্থবিদ্যা): ১১ জন
  • সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল): ০২ জন
  • সহকারী ব্যবস্থাপক (ইলেক্ট্রিক্যাল): ০২ জন
  • সহকারী ব্যবস্থাপক (কেমিক্যাল): ০১ জন
  • সহকারী ব্যবস্থাপক (পেট্রোলিয়াম প্রকৌশল): ০১ জন
  • সহকারী ব্যবস্থাপক (খনন প্রকৌশল): ০১ জন
  • সহকারী ব্যবস্থাপক (কম্পিউটার বিজ্ঞান/আইসিটি): ০১ জন
  • সহকারী ব্যবস্থাপক (ভূ-তত্ত্ব): ০৫ জন
  • সহকারী ব্যবস্থাপক (ভূ-পদার্থবিদ্যা): ০৫ জন
  • সহকারী কর্মকর্তা (প্রশাসন): ১৫ জন
  • সহকারী কর্মকর্তা (অর্থ/হিসাব): ০৪ জন
  • সহকারী কর্মকর্তা (পরিকল্পনা): ০১ জন
  • উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল): ০১ জন

যোগদান সংক্রান্ত তথ্য:

নির্বাচিত প্রার্থীদের তাদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় নিয়োগপত্র প্রেরণ করা হবে। নিয়োগপত্রে বর্ণিত শর্তাবলী গ্রহণযোগ্য হলে, আগামী ২৩-১১-২০২৫ তারিখ অফিস চলাকালে ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সকল শিক্ষাগত সনদপত্রের সত্যায়িত ফটোকপি ও মূলকপিসহ যোগদানপত্র দাখিল করতে হবে।

যদি কোনো প্রার্থী ডাকযোগে নিয়োগপত্র না পান, তবে আগামী ২০-১১-২০২৫ তারিখ বিকাল ০৪:০০ টার মধ্যে বাপেক্স এর "নিয়োগ ও পদোন্নতি" শাখা, প্রশাসন বিভাগ, লেভেল-৫, বাপেক্স ভবন, ৪, কাওরান বাজার, ঢাকা-১২১৫ এ যোগাযোগ করতে বলা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ