বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) কর্তৃক ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
মোট ৬৮৩টি শূন্য পদের বিপরীতে ৬৬৮ জন প্রার্থীকে মেধাক্রম অনুযায়ী সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। কয়েকটি ক্যাডার পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি।
মনোনীত পদসমূহ ও পদসংখ্যা হলো:
- প্রভাষক (বাংলা): ৬১ জন
- প্রভাষক (ইংরেজি): ৫০ জন
- প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান): ৫৫ জন
- প্রভাষক (দর্শন): ৩০ জন
- প্রভাষক (অর্থনীতি): ৪০ জন
- প্রভাষক (প্রাণিবিদ্যা): ১৫ জন
- প্রভাষক (ইতিহাস): ৩০ জন
- প্রভাষক (সমাজ কল্যাণ): ২৫ জন
- প্রভাষক (রসায়ন): ৩০ জন
- প্রভাষক (ইসলামী শিক্ষা): ১৫ জন
- প্রভাষক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি): ৩২ জন
- প্রভাষক (পদার্থবিদ্যা): ২৫ জন
- প্রভাষক (উদ্ভিদবিদ্যা): ২৪ জন
- প্রভাষক (সমাজবিজ্ঞান): ১৫ জন
- প্রভাষক (গণিত): ৩০ জন
- প্রভাষক (ভূগোল): ১৬ জন
- প্রভাষক (হিসাববিজ্ঞান): ৩০ জন
- প্রভাষক (মার্কেটিং): ১০ জন
- প্রভাষক (ব্যবস্থাপনা): ৩২ জন
- প্রভাষক (ফিন্যান্স ও ব্যাংকিং): ২০ জন
- প্রভাষক (মনোবিজ্ঞান): ১০ জন
- প্রভাষক (কৃষি বিজ্ঞান): ৫ জন
- প্রভাষক (পরিসংখ্যান): ১৫ জন
- প্রভাষক (সংস্কৃত): ৫ জন
- প্রভাষক (গার্হস্থ্য অর্থনীতি): ৬ জন
- প্রভাষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি): ২৫ জন
- প্রভাষক (খাদ্য ও পুষ্টি): ২ জন
এছাড়াও, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহের জন্য মনোনীত পদসমূহ হলো:
- প্রভাষক (ভূগোল): ২ জন
- প্রভাষক (শিক্ষা): ৬ জন
- প্রভাষক (গার্হস্থ্য অর্থনীতি): ২ জন
- প্রভাষক (ইংরেজি): ২ জন
- প্রভাষক (ইসলামিক স্টাডিজ): ৩ জন
মনোনীত প্রার্থীদের আবেদনপত্রে প্রদত্ত তথ্য, ডকুমেন্ট এবং সনদপত্রসমূহ নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক যাচাই-বাছাই ও স্বাস্থ্য পরীক্ষার পর চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রমাণিত হলে মনোনয়ন বাতিল হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ