পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক সরাসরি নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত ব্যবহারিক (ফিজিক্যাল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
গত ২৪ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১০ ক্যাটাগরির ১৩টি পদের মধ্যে ০২টি পদে নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ২৬ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। এই ব্যবহারিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন।
নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৮ অক্টোবর ২০২৫ তারিখ, বেলা ০২:০০ ঘটিকায় আমিন মিলেনিয়াম টাওয়ার (লেভেল-৭), ৭৫-৭৬ ঠিকানায় অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের প্রবেশপত্র (লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে) সঙ্গে আনতে হবে। এছাড়াও, অনলাইনে আবেদনের প্রিন্ট/হার্ড কপি, বয়স ও শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, জাতীয়তা/নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা/ক্ষুদ্র ন-গোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গ সনদ এবং অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) সাথে আনতে হবে।
মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে সকল সনদের এক সেট সত্যায়িত ফটোকপি পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ