বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক কম্পিউটার অপারেটর পদে অস্থায়ীভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী টাকা ১১০০০-২৬৫৯০ (গ্রেড-১৩তম) বেতনক্রমে এই নিয়োগ প্রদান করা হলো।
শিক্ষানবিশকাল: চাকরিতে যোগদানের তারিখ থেকে ২ (দুই) বৎসর পর্যন্ত সন্তোষজনকভাবে শিক্ষানবিশকাল সমাপ্ত করতে হবে। এই মেয়াদ কর্তৃপক্ষ সর্বসাকুল্যে আরও ২(দুই) বৎসর বৃদ্ধি করতে পারবে।
যোগদানের সময়সীমা ও প্রক্রিয়া:
- নির্বাচিত প্রার্থীদেরকে ১৫/১০/২০২৫ তারিখ, সকাল ১০.০০ ঘটিকায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক বরাবর যোগদান পত্র দাখিল করতে হবে।
- নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।
গুরুত্বপূর্ণ শর্তাবলি:
- চাকরিতে প্রবেশের সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড অথবা ক্ষেত্র বিশেষে তৎকর্তৃক মনোনীত কোনো মেডিকেল অফিসার কর্তৃক মাদকাসক্ত পরীক্ষা (ডোপ টেস্ট) এবং অন্যান্য প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দাখিল করতে হবে।
- চাকরিতে যোগদানকালে ৩০০ (তিনশত) টাকা মূল্যের নন-জুডিসিয়াল স্ট্যাম্পে যৌতুক গ্রহণ বা প্রদান না করার মর্মে একটি অঙ্গীকারনামা দাখিল করতে হবে।
- জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দিষ্ট ছক মোতাবেক সরকারী কর্মচারীর সম্পদ বিবরণী চাকরিতে যোগদানের সময় জমা দিতে হবে।
- চাকরিতে যোগদানের জন্য কোনো প্রকার ভ্রমণ ভাতা ও দৈনিক ভাতা প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ