বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় (বিএসসিএস) এর আওতাধীন ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে ২০২২ সাল ভিত্তিক “অফিসার (সাধারণ) (১০ম গ্রেড)” পদের ১৫৯৭টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪,৮৯৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
মৌখিক পরীক্ষা আগামী ১২ অক্টোবর ২০২৫ তারিখ হতে ০৯ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্থান: বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (মূল ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকা।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
- মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীগণকে অনলাইনে আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে সকল মূল প্রমাণক দলিলাদি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
- প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে: লিখিত পরীক্ষার প্রবেশপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশীট/ট্রান্সক্রিপ্ট, কোটা সংশ্লিষ্ট দলিলাদি (যদি থাকে), স্থায়ী ঠিকানার সমর্থনে জাতীয়তা/নাগরিকত্ব সনদ, ফল প্রকাশের তারিখ সংক্রান্ত সনদ (যদি প্রযোজ্য হয়), নিজ স্বাক্ষরযুক্ত আবেদনপত্র, সদ্য তোলা ০৩ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি এবং সমমান সনদ (যদি থাকে)।
- চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব-স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র প্রদর্শন আবশ্যিক।
- মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়ে প্রার্থীদের অবশ্যই রিপোর্ট করতে হবে।
- মৌখিক পরীক্ষার দিন মোবাইল ফোন বন্ধ রাখতে হবে।
- বিস্তারিত সময়সূচি এবং রোল নম্বর অনুসারে পরীক্ষার তারিখ ও রিপোর্টিং সময় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ