গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশন-এর বিভিন্ন স্থায়ী পদে সরাসরি নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে।
লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার সকাল ১০:০০ টা হতে সকাল ১১:০০ টা পর্যন্ত।
পরীক্ষার স্থান ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে (বিজ্ঞপ্তিতে উল্লেখিত রোল নম্বর অনুযায়ী) নির্ধারিত থাকবে। প্রবেশপত্রে আপনার পরীক্ষার কেন্দ্র, আসন বিন্যাস এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য উল্লেখ থাকবে।
প্রার্থীরা টেলিটক কর্তৃক মোবাইলে এসএমএস-এর মাধ্যমে অথবা sme.teletalk.com.bd/applicant.php ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে User ID এবং Password ব্যবহার করে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে নিতে পারবেন। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই এই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে।
প্রবেশপত্র সংগ্রহে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক নম্বর থেকে ১২১ অথবা নির্ধারিত ই-মেইল ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ