সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সেতু বিভাগের “সিস্টেম এনালিস্ট” (৫ম গ্রেড) পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন।
মোট ৩১ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে যোগ্য ঘোষণা করা হয়েছে।
মৌখিক পরীক্ষার তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৫
সময়: সকাল ১০:০০ ঘটিকা
স্থান: বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭
মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের নিকট কমিশন হতে কোনো আলাদা প্রবেশপত্র প্রেরণ করা হবে না। প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের এক সেট পূরণকৃত Application Form (BPSC Form-5A) এবং প্রবেশপত্রের কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, বয়স প্রমাণের সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় সকল সনদের সত্যায়িত কপি ও মূল কপি সাথে নিয়ে সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। সরকারি, স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্র জমা দিতে হবে।
এছাড়াও, প্রার্থীদের সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরিধান করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
উল্লেখ্য যে, নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের উল্লেখযোগ্য ঘাটতি থাকায় কিছু প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ