বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক ৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এর প্রিলিমিনারি টেস্টের আসন ব্যবস্থা, সময়সূচি ও পরীক্ষা পরিচালনার নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রিলিমিনারি টেস্টটি ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ, শুক্রবার সকাল ১০.০০ মিনিট থেকে দুপুর ১২.০০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার পূর্ণ নম্বর: ২০০।
পরীক্ষা কেন্দ্রগুলো হলো: ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্র।
পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা:
- পরীক্ষার্থীদের সকাল ৯.৩০ মিনিটের মধ্যে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। ৯.৩০ মিনিটের পর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না।
- পরীক্ষার হলের নাম ও কক্ষ নম্বর পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে প্রেরণ করা হবে। এছাড়া টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) এবং কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আসন বিন্যাস ও সময়সূচি জানা যাবে।
- উত্তরপত্রে নিজ জেলা ও রেজিস্ট্রেশন নম্বর লিখে সংশ্লিষ্ট বৃত্তগুলো কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে পূরণ করতে হবে।
- পরীক্ষা কক্ষে বই-পুস্তক, সকল প্রকার ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড/ক্রেডিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গহনা ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
- প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ০১ (এক) নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে ০.৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) নম্বর কাটা হবে।
- প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। প্রবেশপত্র হারিয়ে গেলে/নষ্ট হলে টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
- ইংরেজি ভার্সন প্রশ্নপত্রে পরীক্ষা প্রদানে অপশনদানকারী পরীক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট কেন্দ্র ও আসন ব্যবস্থা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ