সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) কর্তৃক পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের “সহকারী পরিচালক (পরিকল্পনা ও পরিবীক্ষণ) [৯ম গ্রেড]” শূন্য পদের নিয়োগের জন্য লিখিত পরীক্ষা গ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রার্থীদের প্রবেশপত্রসহ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। প্রবেশপত্র কমিশনের ওয়েবসাইট (bpsc.gov.bd) অথবা টেলিটক লিমিটেড এর ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd) থেকে ডাউনলোড করা যাবে।

পরীক্ষার সময়সূচি, আসন বিন্যাস এবং কেন্দ্র সংক্রান্ত বিস্তারিত তথ্য মূল বিজ্ঞপ্তিতে সংযুক্ত রয়েছে এবং কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

লিখিত পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশাবলি:

  • পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে ১৫ মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না।
  • উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখতে হবে এবং বৃত্ত পূরণ করতে হবে। কোনো প্রকার কাটাকাটি বা ফ্লুইড ব্যবহার করলে প্রার্থিতা বাতিল হবে।
  • পরীক্ষা কেন্দ্রে বই-পুস্তক, ব্যাগ, মোবাইল ফোন, ইলেকট্রনিক ঘড়ি, সাইন্টিফিক ক্যালকুলেটর বা কোনোরূপ ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
  • প্রার্থীদেরকে বাংলা-৪০, ইংরেজি-৪০, সাধারণজ্ঞান-৪০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল (ব্যবস্থাপনা, অর্থনীতি, পরিসংখ্যান, গণিত এবং কৃষি অর্থনীতি)-৮০ নম্বরসহ সর্বমোট ২০০ নম্বরের ৪ ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে।
  • পরীক্ষার্থীদের সরকার কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
  • পরীক্ষার তারিখঃ ২৩ সেপ্টেম্বর ২০২৫

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ