সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক অফিস সহায়ক পদে জনবল নিয়োগের চূড়ান্ত আদেশ জারি করা হয়েছে। বিভাগীয় নির্বাচন কমিটির সুপারিশ এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পরিপ্রেক্ষিতে জাতীয় বেতনকস্কেল, ২০১৫ এর গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০/-) অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এ নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে ০১/০৯/২০২৫ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় অর্থ বিভাগের যুগ্মসচিব (প্রশাসন-১ অধিশাখা) বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।

চাকুরিতে যোগদানের সময় প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য শর্তাদি নিম্নরূপ:

  • সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার সনদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড অথবা মনোনীত মেডিকেল অফিসার কর্তৃক মাদকাসক্তি বিষয়ক সনদ (ডোপ টেস্ট) দাখিল করতে হবে।
  • ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সনদ, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ সনদপত্রের সত্যায়িত ০১ (এক) কপি জমা প্রদান করতে হবে।
  • ৩০০ (তিনশত) টাকা মূল্যের নন-জুডিসিয়াল স্ট্যাম্পে যৌতুক না নেওয়ার অঙ্গীকারপত্র এবং সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিল করতে হবে।
  • নিয়োগবিধি অনুযায়ী, যোগদানকৃত প্রার্থীগণ ০২ (দুই) বছর শিক্ষানবিস হিসেবে নিয়োজিত থাকবেন। শিক্ষানবিসকালে অনুপযোগী বিবেচিত হলে কোন কারণ দর্শানো ছাড়াই চাকুরির থেকে অপসারণ করা হবে।
  • চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট হতে ছাড়পত্র সংগ্রহ করে যোগদানপত্র দাখিল করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ