বাংলাদেশ ডাক অধিদপ্তর কর্তৃক আয়োজিত গ্রেড ১১ থেকে গ্রেড ১৬ পর্যায়ের (পূর্বতন তৃতীয় শ্রেণীর) বিভিন্ন শূন্য পদের সরাসরি নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ২৪৩ (দুইশত তেতাল্লিশ) জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে, যা ২২টি ক্যাটাগরির শূন্য পদের বিপরীতে ছিল।
নির্বাচিত পদসমূহ এবং তাদের বিপরীতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর সংখ্যা নিম্নরূপ:
- জুনিয়র একাউন্টেন্ট, গ্রেড-১১: ০৮ জন
- ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস/ইন্সপেক্টর অব রেলওয়ে মেইল সার্ভিস/ইন্সপেক্টর অব পিএলআই/ইন্সট্রাক্টর, পিটিসি (ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস)/ইন্সট্রাক্টর, পিটিসি (ইন্সপেক্টর অব আরএমএস),গ্রেড-১২: ৯১ জন
- স্মীপার কাম রিটাচার, গ্রেড-১২: ০১ জন
- সহকারী (ডাক অধিদপ্তর), গ্রেড-১৩: ০৪ জন
- সীট লিপিকার কাম কম্পিউটার অপারেটর (স্টেনোগ্রাফার), গ্রেড-১৩: ০৬ জন
- উপজেলা পোস্টমাস্টার, গ্রেড-১৩: ৯৬ জন
- কম্পিউটার অপারেটর, গ্রেড-১৩: ০১ জন
- মনোটাইপ কী বোর্ড অপারেটর, গ্রেড-১৩: ০১ জন
- উচ্চমান সহকারী, গ্রেড-১৪: ০৩ জন
- সীট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্টেনোটাইপিস্ট), গ্রেড-১৪: ০৮ জন
- ক্যাশিয়ার, গ্রেড-১৪: ০১ জন
- মেশিনম্যান (অফসেট প্রিন্টিং / লেটার প্রিন্টিং), গ্রেড-১৪: ০১ জন (তবে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি)
- একাউন্টস এ্যাসিসটেন্ট, গ্রেড-১৫: ০৪ জন
- ড্রাফটসম্যান, গ্রেড-১৫: ০১ জন (তবে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি)
- ড্রাইভার (ভারী), গ্রেড-১৫: ০২ জন
- ড্রাইভার (হালকা), গ্রেড-১৬: ০২ জন
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড-১৬: ০৫ জন
- মেশিনিস্ট, গ্রেড-১৬: ০১ জন
- ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড-১৬: ০৪ জন
- পোস্টাল অপারেটর, গ্রেড-১৬: ০১ জন
- গ্রেনিং মেশিনম্যান, গ্রেড-১৬: ০১ জন
- সহকারী মেশিনম্যান, গ্রেড-১৬: ০১ জন
নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নামে স্থায়ী ঠিকানায় শীঘ্রই নিয়োগপত্র প্রেরণ করা হবে। প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কর্তৃপক্ষ তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। কোনো প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের গুরুতর ত্রুটি দেখা গেলে যে কোনো পর্যায়ে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ