বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন হাইড্রোকার্বন ইউনিটের “সহকারী পরিচালক (রিজার্ভয়ার ও উৎপাদন)”, “সহকারী পরিচালক (মাইনিং)” এবং “সহকারী পরিচালক (আইসিটি)” পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক আয়োজিত এই লিখিত পরীক্ষায় নিম্নলিখিত পদগুলোতে মোট ১৭ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন:
উত্তীর্ণ প্রার্থীদের BPSC Form-5A (আবেদন ফরম) কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১৫.০৭.২০২৫ তারিখ থেকে ৩০.০৭.২০২৫ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে (ছুটির দিন ব্যতীত) প্রতিদিন সকাল ১০.০০ টা হতে বিকাল ৪.০০ টা পর্যন্ত পরিচালক (ইউনিট-৫), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর সরাসরি অথবা ডাকযোগে জমা দিতে হবে।
বয়স সংক্রান্ত তথ্য: প্রার্থীদের বয়স প্রমাণের জন্য শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত এস.এস.সি/সমমানের মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
জমাদানকারী প্রার্থীদের সকল কাগজপত্র যাচাই বাছাই পূর্বক যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলী পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকা এবং কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ