গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বন অধিদপ্তর কর্তৃক আয়োজিত বন প্রহরী পদের জনবল নিয়োগের জন্য গত ২৪ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক যোগ্যতা ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।

পরীক্ষার তারিখ ও সময়:

  • পরীক্ষা শুরু: ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, দুপুর ০২:০০ ঘটিকা।
  • পরীক্ষা শেষ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, দুপুর ০২:০০ ঘটিকা।

পরীক্ষার স্থান: রক্তন সম্মেলন কক্ষ, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

সংশ্লিষ্ট প্রার্থীদেরকে নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১(এক) টি করে ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:

  • অনলাইনে পূরণকৃত আবেদনপত্র।
  • ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের কপি।
  • জাতীয় পরিচয়পত্রের কপি।
  • সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ।
  • সরকারি বা আধা-সরকারি সংস্থায় কর্মরতদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়ন পত্র।
  • মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ।

শারীরিক যোগ্যতা ও মৌখিক পরীক্ষার জন্য আর কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না এবং কোনো প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ