ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি) সম্প্রতি একটি অফিস আদেশের মাধ্যমে "টেকনিক্যাল এ্যাটেনডেন্ট" পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে।
সিলেকশন কমিটির সুপারিশ অনুযায়ী মোট ১০ (দশ) জন প্রার্থীকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের আগামী ১২ জুলাই ২০২৫ তারিখ অফিস চলাকালীন সময়ে প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ স্ব স্ব পদস্থকৃত দপ্তরে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে এই নিয়োগ আদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।
নিয়োগের শর্তাবলীর মধ্যে রয়েছে পারফরম্যান্স সাপেক্ষে চাকরি স্থায়ী করা, কোনো তথ্যগত ত্রুটি বা ফৌজদারি মামলায় দণ্ডিত হলে চাকরি বাতিলের বিধান। এছাড়া, যোগদানের সময় এসএসসি/সমমান পাসের মূল সনদ জমা দিতে হবে এবং কমপক্ষে ৩ বছর ইজিসিবি-তে চাকরি করার অঙ্গীকারনামা প্রদান করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ