ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর

ডাটা এন্ট্রি অপারেটর

০৫-০৫-২০২৩


বাংলা অংশের সমাধানঃ

 

১। বানান শুদ্ধ করে লিখুন।  

দুর্বিশহ = দুর্বিষহ

সমিচীন = সমীচীন

২। বিপরীত শব্দ লিখুন।

ভূলোক = দ্যুলোক

হাল = সাবেক

৩। দুটি করে প্রতিশব্দ লিখুন।

আগুন = অগ্নি, অনল

কুল = বংশ, জাত

৪। শব্দ জোড়ার  অর্থ লিখুন।

অবিরাম = বিরাম বা বিরতি নেই এমন।

অভিরাম = সুন্দর

৫। সন্ধি বিচ্ছেদ করুন।

পর্যালোচনা = পরি + আলোচনা

প্রেষণা = প্র + এষণা

৬। কারক ও বিভক্তি নির্ণয় করুন।

ক) তিলে তৈল আছে = অধিকরণে ৭মী বিভক্তি

খ) টাকায় কিনা হয় = করণে সপ্তমী বিভক্তি

৭। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন।

জলদ =  জল দেয় যা= জলদ = উপপদ তৎপুরুষ সমাস

বিজয় পতাকা = বিজয় সূচক পতাকা = মধ্যপদলোপী কর্মধারয় সমাস

৮। এক কথায় প্রকাশ করুন।

ক) সেবা করিবার ইচ্ছা = শুশ্রুষা

খ) হনন করিবার ইচ্ছা = জিঘাংসা

৯। অর্থসহ বাক্য রচনা করুন।

ক) ভিটায় ঘুঘু চড়ানো = সর্বস্বান্ত করা = বর্তমানে কিছু মেয়ের স্বভাব ভিটায় ঘুঘু চড়ানোর চেয়ে কম না।

খ) চিনে জোঁক = নাছোড়বান্দা = সুমন পড়াশোনায় চিনে জোঁকের মত লেগে থাকলেও সাফল্য পাচ্ছে না।  

১০। বইগুলোর লেখকের নাম লিখুন।

ক) রক্তাক্ত প্রান্তর = মুনীর চৌধুরী

খ) নৌকাডুবি = রবীন্দ্রনাথ ঠাকুর

গ) আনন্ঠমঠ = বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

 

 

ইংরেজি অংশের সমাধানঃ

১১। Use the correct Article:

a) He is ____ university student. = a

b) Bridge over ___ river Padma is our pride. = the

c) He is ___ one eyed man. = a

 

১২। Use correct prepositions:

a) You should abstain ___ smoking. =  from

b) The fan is moving ___ his head. =  over

 

১৩। Write the meaning of pair of words:

a) Cite =উদাহরণ দেত্তয়া

Site = জায়গা

b) Night = রাত

Knight = সম্মানিত সামরিক পদে উন্নীত অভিজাতবংশের সন্তান/ যোদ্ধা

 

১৪। Give one example of each of the Exclamatory and Imperative sentences.

Exclamatory sentence:  What a handsome man he is!

Imperative sentence: Clean your room now.

 

১৫। Change the voice:

a) By whom I was called?  =  Who called me?  

b) I know that he is a good boy. = It is known to me that he is a good boy.

c) Do the sum. = Let the sum be done.

 

১৬। Write the word with correct English spelling.

ক) ডায়ারিয়া =  Diarrhoea

খ) সাইকোলোজি = Psychology

 

১৭। Translate into English:

ক) গত সোমবার থেকে বৃষ্টি হচ্ছে। = It has been raining since monday last.

খ) বাবা প্রতিদিন সকালে কোরআন পড়েন।  = My father  the Holy Quran every morning.

 

১৮। Make a sentence with Bengali meaning:

a) Out and out = পুরোপুরি = He is out and out a gentleman.

b) Bone of contention = বিবাদের বিষয় = The paternal property is the bone of contention between the two brothers.

c) At a loss = কিংকর্তব্যবিমূঢ় = Sumon was at a loss and did not know what to do.


 

গণিত অংশের সমাধানঃ

১৯। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৬ মিটার বেশি।আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ ২ মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল ৬৪ ব.মি.বৃদ্ধি পায়। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত?

উত্তরঃ দৈর্ঘ্য ১৮ মিটার আর প্রস্থ ১২ মিটার

 

২০। শতকরায় প্রকাশ করুন:

ক) ১ এর ২১/২৫ = ১৮৪%  

খ) ৩ এর ৯/১৬ = ৩৫৬.২৫%  

 

২১। উৎপাদকে বিশ্লেষণ করুণ: 9x2-9x-4

উত্তরঃ (3x + 1 ) (3x -4)

 

২২। x + y = 12, xy = 27 হলে (x-y)2 ও  x2+y2 এর মান কত?

উত্তরঃ (x-y)2 = 36 আর x2+y2 = 90

 

২৩। পিথাগোরাসের সূত্রটি চিত্রসহ লিখুন।  

পিথাগোরাসের সূত্র= কোন একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ঐ ত্রিভুজের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। চিত্র নিচে দেখুনঃ

 

২৪। চিত্রসহ সংজ্ঞা লিখুন: রম্বস, সূক্ষ্ম কোণ

রম্বস = যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে রম্বস বলে। অন্যভাবে বললে, যে চতুর্ভুজের সব বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে। চিত্র নিচে দেখুনঃ

 

সূক্ষ্ম কোণ = এক সমকোণ বা ৯০° অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। চিত্র নিচে দেখুনঃ



সাধারণ জ্ঞান ও আইসিটি অংশের সমাধানঃ

২৫। কম্পিউটারের বায়োস (BIOS) কী? 

উত্তরঃ বায়োস হলো বেসিক ইনপুট আউ্টপুট সিস্টেম (Basic Input Output System) এর সংক্ষিপ্ত । একটি রম চীপের ফার্মওয়্যার যাতে কম্পিউটার বুট হওয়ার জন্য নির্দেশনাগুলো দেওয়া থাকে।  

২৬। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে?

উত্তরঃ কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে ′ROM′ বলে। ROM – এর পূর্ণরূপ হলো Read Only Memory । ROM – এর রক্ষিত তথ্য কখনো মুছে যায় না।

২৭। কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে যে ইউনিট তার নাম কি?

উত্তরঃ কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে হলো - মনিটর বা CPU (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট)

২৮। Find কমান্ড কোন মেনুতে থাকে?

উত্তরঃ Edit মেনুতে Find কমান্ড থাকে।

২৯। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি?

উত্তরঃ পিপীলিকা  

৩০। কম্পিউটারে গণনার একক কোনটি?

উত্তরঃ বিট (Bit)

৩১। ইন্টারনেট একাউন্ট গ্রহণকারীদের কী বলে?

উত্তরঃ নেটিজেন

৩২। Bandwidth কী?

উত্তরঃ প্রতি একক সময়ে যে পরিমাণ বিট এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ট্রান্সফার করা যায় সেই পরিমাণ বিটকে ডেটা ট্রান্সমিশন স্পীড বা ব্যান্ডউইথ বলা হয়।

৩৩। সমস্ত বাইনারী সংখ্যার প্রতিনিধিত্বকারী সংখ্যাগুলি কি কি?

উত্তরঃ ০ এবং ১

৩৪। দু’টি ইনপুট ডিভাইসের নাম লিখুন।

উত্তরঃ কীবোর্ড, মাউস

৩৫। বাংলা ফন্টের উদ্ভাবক কে?

উত্তরঃ মোস্তফা জব্বার

৩৬। Google Chrome কী?

উত্তরঃ ক্রোম হলো গুগলের তৈরি ওয়েব ব্রাউজার।

৩৭। পূর্ণরূপ লিখুন:

HTML = HyperText Markup Language

WiFi = Wireless Fidelity

৩৮। সামাজিক যোগাযোগ মাধ্যম Facebook এর জনক কে?

উত্তরঃ  মার্ক জুকারবার্গ