পদের নামঃ অ‌ফিস সহায়ক

বিস্তারিত নিচেঃ 

বাংলা অংশ সমাধানঃ

১. বাক্য শুদ্ধ করে লিখুনঃ

অশুদ্ধ – শুদ্ধ

ক) একটা গোপন কথা বলি- একটা গোপনীয় কথা বলি

খ) তিনি আরোগ্য হয়েছেন-তিনি আরোগ্য লাভ করেছেন

গ) এ কথা প্রমাণ হয়েছে-এ কথা প্রমাণিত হয়েছে

ঘ) আমি সাক্ষী দিয়েছি- আমি সাক্ষ্য দিয়েছি

২. এক কথায় প্রকাশ করুন।

ক) উপস্থিত বুদ্ধি আছে যার- প্রত্যুৎপন্নমতি

খ) ক্ষমা পাওয়ার যোগ্য- ক্ষমার্হ

গ) যিনি বক্তৃতা দানে পটু- বাগ্মী

ঘ) লাভের ইচ্ছা- লিপ্সা

৩. সন্ধি বিচ্ছে করুনঃ

ক)  অহরহ- অহঃ+অহ

খ) শশাঙ্ক- শশ + অঙ্ক

গ) ক্ষুধার্ত- ক্ষুধ + আর্ত ( ঋত )

ঘ) মৃন্ময়- মৃৎ + ময়

৪. বিপরীত শব্দ লিখুনঃ

অর্বাচীন- প্রাচীন

সৌম্য- উগ্র

তিমির- আলো

ইংরেজী অংশ সমাধানঃ

৫. Write a paragraph on ‘My country’ ( Ten sentence). (Try yourself)

৬. Correct/complete the following sentence.

Incorrect- Correct

a) I wish I was a Government Servant- I wish I were a Government Servant.

b) Not kobita but her friends is studying – Not kobita but her friends are studying

c) Karim can play —flute. Karim can play a flute.

d) Please handle with—–. Please handle with care.

e) Honesty is the —- policy- Honesty is the best policy

৭. ইংরেজি থেকে বাংলা অনুবাদঃ

ইউনেস্কো বাংলা ভাষার জন্য আত্মত্যাগী  শহীদের স্মরণে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। দিনটি এখন সারাবিশ্বে ভাষার সচেতনা, সাংস্কৃতিক বৈচিত্র্য ও বহুভাষাবাদের প্রসারে পালন করা হয়।

গণিত অংশ সমাধানঃ

৮. একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? উত্তরঃ লাভ ১২%

৯. ক) উৎপাদকে বিশ্লেষণ করুনঃ

Ans: (2x+3) (2x+3)

খ) রম্বস ও বর্গের ২ টি করে বৈশিষ্ট্য লিখুন।

বর্গ-  ১) সকল বাহু সমান ২) কোণগুলো সমকোণ

রম্বস- ১) সকল বাহু সমান ২) কোণগুলো সমকোণ নয়

পরীক্ষার প্রশ্ন নিচেঃ