পদের নামঃ উপ-পরিদর্শক
বাংলা অংশ সমাধানঃ

১. বাংলা ভাষার সাধু রীতির বৈশিষ্ট্য? সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে

২. উষ্ণ শব্দের যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? ষ্+ণ

৩. জ্যোৎস্না রাত কোন সমাস? কর্মধারয় ( জ্যোৎস্না শোভিত রাত’। এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস)

৪. সঠিক বানান কোনটি? মুমুক্ষু

৫. কোনটি ভিন্নার্থক? নগেন্দ্র   ( নগেন্দ্র অর্থ- পর্বতশ্রেষ্ঠ, হিমালয়। আর নরেন্দ্র, নৃপতি, ভূপতি মানে- রাজা )

৬. দামিনী অর্থ- বিদ্যুৎ

৭. সুধীন্দ্র শব্দের সন্ধি বিচ্ছেদ? সুধী+ইন্দ্র

৮. নিচের কোন শব্দটি অর্ধ-তৎসম? গিন্নী

৯. ‘চাতুর্য ‘ শব্দের বিশেষণ কোনটি? চতুর

১০. আগে প্রতিবছর এখানে মেলা হতো। বাক্যটি কোন দরনের অতীতকাল নির্দেশ করে? নিত্যবৃত্ত অতীতকাল

১১. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কোনটি? কল্যাণীয়েষু

১২. সাহেব শব্দের বহুবচন কোনটি? সাহেবান

১৩. নিজস্ব কোন অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে”- কোনটির? উপসর্গের

১৪. কৃৎ প্রত্যয়ের উদাহরণ কোনটি? মিশ্ + উক   ( অন্য সব অপশন তদ্ধিত প্রত্যয়)

১৫. “প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে” – বাক্যটির নেতিবাচক রূপ নিচের কোনটি? প্রিয়ংবদা অযথার্থ কহে নাই

১৬. হরণ করার ইচ্ছা- এক কথায় কি বলে? জিহীর্ষা ( হনন করার ইচ্ছা-জিঘাংসা)

১৭. ময়ূর শব্দের সমার্থক- কলাপী

১৮. কোন বানানটি শুদ্ধ? সুচিস্মিতা

১৯. টীকা ভাষ্য অর্থ কি? ব্যাখ্যা বিশ্লেষণ

২০. সব ঝিনুকে মুক্তা মিলে না” বাক্যে “ঝিনুকে” কোন কারকে কোন বিভক্তি? অপাদানে ৭মী

ইংরেজী অংশ সমাধানঃ

২১. Synonym of the word deteriorate is-lessen

২২. Which word is correctly spelt? Miscellaneous

২৩. One should not hanker ____ fame? after

২৪. My cousin died—-a car accident. by

২৫. An antonym of of the word rebellious? Loyal

২৬. Synonym of the word charlatan is- impostor

২৭. Antonym of Obscure? Lucid

২৮. Which word is correctly spelt? Pedestrian

২৯. A bad workman quarrels — his tools? with

৩০. My friend is looking forward —–to London. to going

৩১. It is time he —-his mistakes. realised

৩২. Antonym of cacophony symphony

৩৩. it is essential that the patient —–medicine regularly. should take

৩৪. My parents got me—-inside? stayed

৩৫. The boy does not usually mix with others. He is bit —? introvert

গণিত অংশ সমাধানঃ

৩৬. খ এর অবস্থান ক এর ৫ কিমি পূর্বে। গ এর অবস্থান খ এর ১০ কিমি দক্ষিণ-পূর্বে। ক থেকে গ এর সর্বনিম্ন দূরত্ব কত? ১২

৩৭. ১৫ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের জ্যা ২৪ সেমি হলে কেন্দ্র হতে উক্ত জ্যা এর সর্বনিম্ন দূরত্ব কত হবে? ৯ সেমি

৩৮. ১০০ জন শিক্ষার্থীর গড় নম্বর ৯০। যার মধ্যে ৭৫ জন শিক্ষার্থীর গড় নম্বর ৯৫ হলে অবশিষ্ট শিক্ষার্থীর গড় কত?  ৭৫

৩৯. .০৩, .১২,.৪৮…..ধারাটির ৫ম পদ? ৭.৬৮

৪০. একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য ৫,৭,৮ মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার? ১৭.৩২ বর্গমিটার

৪১. ১/২ এর শতকরা কত ৩/৪ হবে? ১৫০%

৪২. একটি পণ্য ৪০০০ টাকায় বিক্রি করায় কিছু ক্ষতি হলো। ঐ পণ্যটি ৫০০০ টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়েছিল তার ২০০/৩% লাভ হলো। পণ্যটির ক্রয়মূল্য কত? ৪৬০০ টাকা

৪৩. ১৭, ১৫, ৮ সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজটি হবে? সমকোণী

৪৪. ৩ × .৩ ÷২=? .৪৫

৪৫. x4-x2-1=0 হলে x2-1/x2=? 1

৪৬. a+b=5 and a-b=3 হলে ab=? 4

৪৭. a+3-1/a=0 হলে a3+1/a3 এর মান কত? -18

৪৮. x2-x-2 এর একটি উৎপাদক? x+1

৪৯. দুটি সংখ্যার গসাগু ১১ আর লসাগু ৭৭০০। একটি সংখ্যা ২৭৫ হলে অন্যটি কত? ৩০৮

৫০. ৩/৫ এর লব ও হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটি ৫/৪ হবে? ৫ ( ৫/৪ এর জায়গায় ৪/৫ হলে উত্তর ৫ হবে)

সাধারণ জ্ঞানঃ

৫১. পানির ঘনত্ব সবচেয়ে বেশি কত তাপমাত্রায়? ৪°

( বরফের ঘনত্ব পানির চেয়ে কম। তাপমাত্রা কমতে থাকলে পানি জমাট বাধার সাথে সাথে পানির ঘনত্ব কমতে থাকে। কিন্ত ৪° সেলসিয়াস তাপমাত্রা এমন এক অবস্থা যখন পানি এমন অবস্থায় থাকে যে এটি কঠিনও না তরলও না।)

৫২. বায়ুমণ্ডলের কোনটির উপাদান সবচেয়ে কম? ওজোন

৫৩. কোন দেশকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়? গ্রিস

৫৪. মালদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? ভারত

৫৫. টিপাইমুখ বাঁধ ভারতের কোথায় অবস্থিত? মণিপুর রাজ্যে

৫৬. ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ফ্রান্স ( ফ্রান্সের লিও শহরে ইন্টারপোলের সদর দপ্তর ।)

৫৭. বিশ্বব্যাংকের প্রতিষ্ঠা কবে? ১৯৪৪ সাল

৫৮. আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস কবে? ২৬ জুন

৫৯. ম্যালেরিয়া কোন ভাষার শব্দ? ইতালি

৬০. মাশরুম এক ধরনের? ফাঙ্গাস

৬১. আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্তের সংখ্যা কত? ৩৫ জন

৬২. ঐতিহাসিক কাগমারী সম্মেলন এর নেতৃত্ব দেয়? মওলানা ভাসানী

৬৩. ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে? ৬ ডিসেম্বর ১৯৯৭

৬৪. বঙ্গবন্ধুকে কত তারিখে জাতির জনক উপাধি দেওয়া হয়? ৩ মার্চ ১৯৭১

৬৫. কালান্তর কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর

৬৬. বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে? ১৯৭২ সালে

৬৭. কাজী নজরুল ইসলাম কোন সিনেমায় অভিনয় করেছেন? ধ্রুব

৬৮. ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়? লাহোরে

৬৯. নাসা (NASA) কত সালে প্রতিষ্ঠিত? ১৯৫৮

৭০. দুধের মধ্যে যে শর্করা পাওয়া যায় তার নাম? ল্যাক্টোজ

পরীক্ষার প্রশ্ন নিচেঃ