বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভার, ঢাকা  সম্প্রতি অস্থায়ী ভিত্তিতে ১৩ টি পদে মোট ৩৩ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ২-১২-২০১৮ তারিখ থেকে ।  আবেদন করা যাবে ১৭-১২-২০১৮ তারিখ পর্যন্ত। 

পদের নাম ও পদসংখ্যা

1.সহকারী পরিচালক (প্রশিক্ষণ)-৩ জন

2. মূল্যায়ন কর্মকর্তা- ১ জন

3.গবেষণা কর্মকর্তা-৩ জন

4.সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর- ২ জন

5.নিম্নমান সহকারী- ১০ জন

6.কম্পিউটার মুদ্রাক্ষরিক- ২ জন

7.ডার্করুম  সহকারী- ১ জন

8.টেলিফোন অপারেটর- ১ জন

9.ক্যাফেটেরিয়া  ক্যাশিয়ার- ১ জন

10.ক্যাফেটেরিয়া প্রকিউরমেন্ট সহকারী - ১ জন

11.গাড়ি চালক -৩জন

12.ফটোকপি অপারেটর -৪ জন

13.ডেসপ্যাস রাইডার -১ জন

আবেদনের যোগ্যতা 
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে । 

চাকরি আবেদনের বয়স

প্রার্থীর বয়স ২৬-১১-২০১৮ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে ৩৫ বছর     

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://bpatc.teletalk.com.bd/err.php?err=550) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ১৭-১২-২০১৮ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন ।

বিস্তারিত নিচেঃ