পদের নামঃ সহকারী পরিচালক (পকিসংখ্যান)

বেতনঃ জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর টাকা ২২০০০-২৩১০০-২৪২৬০-২৫৪৮০-২৬৭৬০-২৮১০০-২৯৫১০-৩০৯৯০-৩২৫৪০-৩৪১৭০-৩৫৮৮০ ৩৭৬৮০-৩৯৫৭০-৪১৫৫০-৪৩৬৩০-৪৫৮২০-৪৮১২০-৫০৫৩০-৫৩০৬০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাদি।

পদ সংখ্যা : ২৬ (কম/বেশি হতে পারে)

শিক্ষাগত যােগ্যতাঃ  স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি অথবা পরিসংখ্যান বা ফলিত পরিসংখ্যান বিষয়ে ০৪ বছর মেয়াদী স্নাতক(সম্মান)/স্নাতকোত্তর ডিগ্রী।

পদের নামঃ সহকারী পরিচালক (গবেষণা)

 বেতন : জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর টাকা ২২০০০-২৩১০০-২৪২৬০-২৫৪৮০-২৬৭৬০-২৮১০০-২৯৫১০-৩০৯৯০-৩২৫৪০-৩৪১৭০-৩৫৮৮০ ৩৭৬৮০-৩৯৫৭০-৪১৫৫০-৪৩৬৩০-৪৫৮২০-৪৮১২০-৫০৫৩০-৫৩০৬০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাদি।

পদ সংখ্যা : ১৯(কম/বেশি হতে পারে)

শিক্ষাগত যােগ্যতাঃ  স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি অথবা পরিসংখ্যান বা ফলিত পরিসংখ্যান বিষয়ে ০৪ বছর মেয়াদী স্নাতক(সম্মান)/স্নাতকোত্তর ডিগ্রী। 


বয়স (২৫-০৩-২০২০ তারিখে) : 

ক) মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর।

 খ) মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

আগ্রহী প্রার্থীদেরকে আগামী ৩০-০৯-২০২১ তারিখের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়ােগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-এ Online Application Form পূরণের মাধ্যমে দরখাস্ত করতে হবে।


ঘরে বসেই সকল চাকরির আবেদন করুন অনলাইনের মাধ্যমে
এখানে আপনি যে সুযোগ-সুবিধা পাবেনঃ

 আপনার সকল আবেদন আমরাই করে দেব আপনাকে বারবার আপনার তথ্য দিতে হবে না একবার তথ্য সংগ্রক্ষণ করে, আপনি সকল সরকারি চাকরিতে আবেদন করাতে পারবেন ঘরে বসেই সকল চাকরিতে আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে 

আবেদন ফি শুভেচ্ছা ফি মাত্র, আপনার হার্ড কপি সহ সকল তথ্য সংরক্ষণ করার ব্যবস্থা থাকবে  

 পরীক্ষার সময়সূচি, এডমিট কার্ড ,ফলাফল সহ নিয়োগ বিজ্ঞপ্তির সকল তথ্য আপনি মোবাইলে এসএমএস পাবেন 

 সেই সাথে পরীক্ষা পর্যন্ত আপনি নিয়োগ বিজ্ঞপ্তি সংকান্ত কোন সমস্যায় পরলে, আমাদের সাথে চ্যাটিং করতে পারবেন

 এতে আপনার মূল্যবান সময়  শ্রম দুটো বাচবে  সাথে অনেক সুযোগ সুবিধা পাবেন 

বিস্তারিত নিচেঃ