আমাদের মাধ্যমে আবেদন করার পূর্বে শিক্ষাগত যোগ্যতা ও জেলা কোটা দেখে তারপর আবেদন করবেন।

(সহকারী পরিচালক-১) এই পদ ব্যতীত সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থাকতে হবে।



বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন সম্প্রতি অস্থায়ীভাবে রাজস্ব খাতের ১৬ টি পদে মোট ৯০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও।অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ০৬-০৬-২০২১ থেকে  আবেদন করা যাবে ০৫-০৭-২০২১ পর্যন্ত। 

পদের নাম  পদসংখ্যা

 


১. ডকুমেন্ট কন্ট্রোল অফিসার-১

২. ইন্টারনাল অডিট অফিসার-২

৩. সহকারী পরিচালক-১

৪. পরীক্ষক (রসায়ন)-১৬

৫. পরীক্ষাক (পুরকৌশল, পদার্থ)-৬

৬. পরীক্ষাক (ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স)-৪

৭. পরীক্ষক (টেক্সটাইল)-৩

৮. পরীক্ষক (মেট্রোলজি)-২

৯. পরীক্ষক (মান), কৃষি ও খাদ্য

১০. পরীক্ষক (মান), রসায়ন-১

১১. পরীক্ষক (মান), ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও কারিগরি-২

১২. পরীক্ষক (মান), পুরপ্রকৌশল ও যন্ত্রকৌশল

১৩. ফিল্ড অফিসার-২০

১৪. পরিদর্শক (মেট্রোলজি)-২৫

১৫. সরকারি আইন কর্মকর্তা প্রশাসন ডাইং- ১

১৬. অফিস সহায়ক-৩



আবেদনেরযোগ্যতা 
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে  

চাকরি আবেদনেরবয়স

প্রার্থীর বয়স ০১-০৬-২০২১  তারিখে ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে  তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার  সন্তানদের   ক্ষেত্রে বয়স ৩২বছর     

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://bsti.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ০৯-০৩-২০২১ তারিখে পর্যন্ত জমা দিতে  পারবেন 


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: