উন্নয়নের গনতন্ত্র
শেখ হাসিনার মূলমন্ত্র

শেখ হাসিনার দর্শন
বাংলাদেশের উন্নয়ন

ঢাকা পানি সরবরাহ ও পয়: নিষ্কাশন কর্তৃপক্ষ

ব্যাবস্থাপনা পরিচালকের কার্যালয়

ওয়াসা ভবন

৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫

নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা ওয়াসার ‍নিম্নবর্ণিত সরাসরি নিয়োগযোগ্য কিছু সংখ্যক শূন্য পদে উপযুক্ত প্রার্থী নিযোগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে :

পদের নামশূন্য পদের সংখ্যাবয়সবেতনস্কেলশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
উপ-সহকারী প্রকৌশলী৪৩ টি৩০ বছর১৬,০০০-৩৮,৬৪০/-ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা  ইনষ্টিটিউট হতে সিভিল/ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল  এ অন্যূন দ্বিতীয় বিভাগে ইন্জিনিয়ারিং ্ ডিপ্লোমা বা সমমানের ডিগ্রী ;
খ) শিক্ষা জীবনে সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণী থাকতে হবে।

সাধারন প্রয়োজনীয় তথ্যবলী :

সাধারণ প্রয়োজনীয় তথ্যাবলীঃ

০১। দরখাস্ত গ্রহণের শেষ তারিখ ১৭/১২/২০১৯।

০২। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২(বত্রিশ) বৎসর শিথিলযোগ্য (উপযুক্ত সনদপত্র দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে।)

০৩। উল্লেখিত যোগ্যতাসম্পন্ন বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য হবে। 

০৪। চাকুরীরত প্রার্থীদেরকে স্ব স্ব নিয়োগ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত প্রেরণ করতে হবে। 

০৫। কোটা সংক্রন্ত সরকারী নীতিমালা অনুসরণ করা হবে। 

০৬। আগ্রহী প্রার্থীদেরকে ঢাকা ওয়াসার ওয়েব সাইট http://dwasa.org.bd/career/profile.html  এ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

০৭। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ছকে জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি,সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের রঙ্গিন ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপিসহ আগামী ১৭/১২/২০১৯ তারিখের মধ্যে অনলাইন আবেদন করতে হবে। 

০৮। প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহন করতে হবে।  মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট ও মুক্তিযোদ্ধার মূল সনদ প্রদর্শন করতে হবে। 

০৯। প্রার্থীকে অনলাইনের মাধ্যমে ৫০০/- টাকা ঢাকা ওয়াসার অনুকুলে প্রেরণ করতে হবে। (অনলাইনে প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী)

১০। প্রার্থীকে কম্পিউটার ব্যবহার বিষয়ে মৌলিক জ্ঞান থাকতে হবে। 

১১। নিয়োগ সংক্রান্ত সকল ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন এবং এ নিয়োগ বিজ্ঞপ্তি যে কোন সময় আংশিক বা সম্পর্ন বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষন করেন। কর্তৃপক্ষ প্রয়োজনে পদ সংখ্যা কম বা বেশী করতে পারেন।