ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্যানেল প্রস্তুতির জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইন দরখাস্ত আহ্বান করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৪৭টি শূন্য পদে লোকবল নিয়োগ করা হবে।

পদসমূহ ও সংখ্যা:

  • এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/সহকারী প্রকৌশলী (সিভিল)/সিনিয়র অফিসার (সিভিল): ০৭টি
  • সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল): ০১টি
  • সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): ০১টি
  • সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/উপ-সহকারী প্রকৌশলী (সিভিল): ০৪টি
  • সিনিয়র অফিসার (আইন)/আইন অফিসার সিনিয়র অফিসার: ১৫টি
  • অফিসার (ল): ০১টি
  • সিনিয়র অফিসার (নিরীক্ষা): ১৫টি
  • সিকিউরিটি অফিসার: ০১টি
  • ফিনান্সিয়াল এনালিস্ট: ০১টি
  • প্রিন্সিপাল অফিসার-ডাক্তার (পিও-ডাক্তার): ০১টি

বয়স সংক্রান্ত তথ্য (০১/০৭/২০২৫ তারিখে):

  • সকল পদের প্রার্থীদের সর্বনিম্ন বয়স ২১ বছর।
  • ক্রমিক নং ১ থেকে ০৭ পর্যন্ত পদের জন্য সর্বোচ্চ ৩২ বছর।
  • ক্রমিক নং ০৮ এর জন্য সর্বোচ্চ ৪০ বছর।
  • ক্রমিক নং ০৯ এর জন্য সর্বোচ্চ ৪৫ বছর।
  • ক্রমিক নং ১০ এর জন্য সর্বোচ্চ ৩৫ বছর।

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd) এ নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি হিসেবে অফেরতযোগ্য ২০০/- টাকা (অনগ্রসর নাগরিক গোষ্ঠীভূক্ত প্রার্থীদের জন্য ৫০/- টাকা) রকেট এর মাধ্যমে প্রদান করতে হবে।

আবেদনের শেষ তারিখ:

  • আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময়: ২২/০২/২০২৬ তারিখ, রাত ১১.৫৯ টা।
  • আবেদন ফি প্রদান, Payment Verify এবং Admit Card সংগ্রহের শেষ তারিখ ও সময়: ২৪/০২/২০২৬ তারিখ, রাত ১১.৫৯ টা।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান:

প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত সকল প্রার্থীর প্রবেশপত্র ও নির্বাচনী পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ