জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজার এবং এর অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের সাধারণ প্রশাসনের জন্য মোট ১৮টি অস্থায়ী পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদগুলোতে নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী বেতন ও ভাতাদি পাবেন। শুধুমাত্র মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
পদের সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা:
১। অফিস সহায়ক-১০- স্বীকৃত শিক্ষাবোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
২। নিরাপত্তা প্রহরী-০৪- স্বীকৃত শিক্ষাবোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
৩। পরিচ্ছন্নতাকর্মী-০৩- স্বীকৃত শিক্ষাবোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৪। মালী-০১- স্বীকৃত শিক্ষাবোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স ০৭.০২.২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের http://dcmoulvibazar.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি বাবদ ৫০/- টাকা (টেলিটকের সার্ভিস চার্জ সহ সর্বমোট ৫৬/- টাকা) অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
পরীক্ষার তারিখ, সময় ও স্থান:
নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য জেলা প্রশাসক, মৌলভীবাজার এর ওয়েবসাইট (www.moulvibazar.gov.bd) এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ