বাংলাদেশ সেনাবাহিনীতে ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য বাংলাদেশি নাগরিকরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বয়স সংক্রান্ত তথ্য: ০১ জানুয়ারি ২০২৭ তারিখে ১৬ বছর ৬ মাস হতে ২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ হতে ২৩ বছর।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। ২০২৬ সালের এইচএসসি/এ লেভেল পরীক্ষার্থীরাও বিশেষ শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন।
শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য ৫ ফুট ১ ইঞ্চি ন্যূনতম হতে হবে। এছাড়াও ওজন ও বুকের মাপ নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদন ফি: আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট ২,০০০ টাকা প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৪ মার্চ ২০২৬ পর্যন্ত।
নির্বাচন পদ্ধতি: প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা ১২ এপ্রিল ২০২৬ হতে ২৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা ০৮ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। এরপর আইএসএসবি এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ