অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কর্তৃক "কম্পিউটার অপারেটর" পদে ৩ (তিন) জন প্রার্থীকে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে। এই নিয়োগ আদেশটি ২৭ মে ২০২৫ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে 'বিভাগীয় নির্বাচন কমিটি'র সুপারিশক্রমে জারি করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ১৩তম গ্রেডের ১১০০০-২৬৫৯০/- টাকার বেতন স্কেলে যোগদান করবেন।
গুরুত্বপূর্ণ শর্তাবলী:
- যোগদানের তারিখ হতে এই নিয়োগ আদেশ কার্যকর হবে। নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে এই নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
- চাকরিতে যোগদানের সময় ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, চাকরির আবেদনে উল্লিখিত সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, কোটার স্বপক্ষে দাখিলকৃত সনদ, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, আবেদনপত্র, জাতীয় পরিচয়পত্র এবং নিয়োগ আদেশের মূলকপি দাখিল করতে হবে।
- নিজ জেলার সিভিল সার্জন কর্তৃক ডোপটেস্টসহ শারীরিক যোগ্যতা সম্পর্কিত স্বাস্থ্যগত সনদপত্র যোগদানের সময় দাখিল করতে হবে।
- নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে তার স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ সংবলিত একটি ঘোষণাপত্র যোগদানপত্রের সাথে দাখিল করতে হবে।
- যোগদানের তারিখ হতে ০২ (দুই) বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকবেন।
- জেলার স্থায়ী নাগরিক বিষয়টি সুনিশ্চিত করার জন্য প্রার্থীগণ উপজেলা নির্বাহী অফিসার (সিটি কর্পোরেশনভুক্ত এলাকার জন্য আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা) কর্তৃক প্রতিস্বাক্ষরকৃত নাগরিকত্ব সনদপত্র যোগদান পত্রের সাথে দাখিল করবেন।
- চাকরিরত/বিভাগীয় প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে ছাড়পত্র সংগ্রহ করে যোগদানপত্র দাখিল করতে হবে।
- চাকরিতে যোগদানের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
প্রার্থীগণকে আগামী ২১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ রবিবার অফিস চলাকালীন সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে এবং যোগদানপত্র দাখিলের পর প্রশাসন-২ শাখায় (ভবন-১০, কক্ষ-২৫) রিপোর্ট করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ