সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের রাজস্ব খাতভুক্ত "অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক" পদে ২৭ জন প্রার্থীকে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,৩০০-২২,৪৯০/- টাকা (১৬তম গ্রেড) বেতনক্রমে যোগদান করবেন।

প্রার্থীদের ১৬ নভেম্বর ২০২৫ তারিখ পূর্বাহ্নের মধ্যে যুগ্মসচিব (প্রশাসন), স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।

যোগদানের তারিখ থেকে ০২ (দুই) বছর শিক্ষানবিশ হিসেবে চাকরিকাল গণ্য হবে। যোগদানকালে সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য সনদ ও ডোপটেস্ট রিপোর্ট, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, আবেদনপত্র, পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য সনদপত্র (যেমন: মুক্তিযোদ্ধা সনদ) জমা দিতে হবে। এছাড়া, ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক না নেওয়া সংক্রান্ত মুচলেকা ও স্থাবর-অস্থাবর সম্পত্তির ঘোষণাপত্রও দাখিল করতে হবে।

নির্ধারিত তারিখের মধ্যে যোগদানে ব্যর্থ হলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে এবং যোগদানের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ