মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর অঙ্গ প্রতিষ্ঠান মেঘনা পাল্প এন্ড পেপার মিলস লিমিটেড তাদের বিভিন্ন প্ল্যান্টে জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদসমূহে যোগ্য ও অভিজ্ঞ জনবল নিয়োগ করবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন:
- পদের নাম:
- বি.এস পেপার -002 (স্টক প্রিপারেশন, ফিনিশিং, বিবিএস, স্পাইরাল বাইন্ডিং সেকশন): প্রোডাকশন সুপারভাইজার, জুনিয়র ফোরম্যান, সিনিয়র অপারেটর, অপারেটর, জুনিয়র অপারেটর, হেলপার।
- পেপার প্ল্যান্ট- প্রোডাকশন বিভাগ (থার্মাল, সাবলিমেশন, গিলোটিন সেকশন): ফোরম্যান, প্রোডাকশন সুপারভাইজার, সিনিয়র সিনিয়র অপারেটর, অপারেটর, জুনিয়র অপারেটর, সিনিয়র ব্যাক টেন্ডার, প্যাকেটম্যান/প্যাকেট।
- ডেলিভারী বিভাগ (পেপার প্ল্যান্ট- ডেলিভারী, মেকানিক্যাল এবং এক্সারসাইজ বুক মেশিন): কোয়ালিটি চেকার, ডেলিভারী সুপারভাইজার।
- শিক্ষাগত যোগ্যতা: সুপারভাইজার পদের জন্য ন্যূনতম ডিগ্রী পাশ এবং অন্যান্য পদের জন্য ন্যূনতম পঞ্চম শ্রেণী পাশ। (বিশেষ ক্ষেত্রে: ল্যাব টেস্টার/এসিস্ট্যান্ট: এসএসসি বিজ্ঞান; ওয়েল্ডার: টিআইজি, এমআইজি; ইলেকট্রিশিয়ান: লাইসেন্স)।
- অভিজ্ঞতা: পদভেদে পেপার ইন্ডাস্ট্রিতে ন্যূনতম ৩ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- আবেদনের প্রক্রিয়া: জীবন বৃত্তান্ত, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি (২ কপি), জন্ম সনদের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদপত্রের ফটোকপি এবং অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি (যদি থাকে) সহ উল্লেখিত তারিখ ও সময়ের মধ্যে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে।
- সাক্ষাৎকারের স্থান: ফ্যাক্টরী কমপ্লেক্স, মেঘনা পাল্প এন্ড পেপার মিলস লিমিটেড, মেঘনাঘাট, সোনারগাও, নারায়ণগঞ্জ।
সাক্ষাৎকারের তারিখ ও সময়:
- অক্টোবর ৩১, ২০২৫ (শুক্রবার): সকাল ১০:০০ ঘটিকা থেকে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত। (যোগাযোগ: ০১৭৫০-১৬৭২৯৫) - বি.এস পেপার -002: প্রোডাকশন বিভাগ এবং ডেলিভারী বিভাগ এর জন্য।
- নভেম্বর ১, ২০২৫ (শনিবার): সকাল ১০:০০ ঘটিকা থেকে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত। (যোগাযোগ: ০১৮২৮-৪৬৩৬৬৬) - পেপার প্ল্যান্ট- প্রোডাকশন বিভাগ (থার্মাল, সাবলিমেশন, গিলোটিন সেকশন) এর জন্য।
- নভেম্বর ২, ২০২৫ (রবিবার): সকাল ১০:০০ ঘটিকা থেকে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত। (যোগাযোগ: ০১৭১২-৩৭৮৪০৩) - পেপার প্ল্যান্ট- প্রোডাকশন বিভাগ (থার্মাল, সাবলিমেশন, গিলোটিন সেকশন) এর জন্য।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ