খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় নতুন জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষক পদে মোট ১৬ জন প্রার্থী নিয়োগ করা হবে।

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। আবেদনপত্রের সাথে রেজিস্ট্রার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা এর অনুকূলে ২০০/- (দুইশত) টাকা মূল্যের (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে। শিক্ষাগত যোগ্যতা, প্রকাশনা, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতার সকল সনদপত্র এবং সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা/বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/১ম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/সিটি কর্পোরেশন বা পৌরসভা মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের ০৩ (তিন) সেট পৃথক আবেদনপত্র (একটি সেট মূল কপি) একটি খামের ভিতর রেজিস্ট্রারের কার্যালয়ে পাঠাতে হবে। খামের উপর প্রার্থীত পদের নাম ও বিভাগ/শাখা/দপ্তর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ:

আগামী ২৫-০৯-২০২৫ খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র সরাসরি/ডাকযোগে/কুরিয়ার এর মাধ্যমে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে পৌঁছাতে হবে।

ইতিপূর্বে যারা উল্লিখিত পদে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগের যোগ্যতা ও শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ