সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert
(জুনিয়র পরিসংখ্যান সহকারী-৪১৬ ,পরিসংখ্যান সহকারী-১০২পদের আবেদনের ক্ষেত্রে অনার্স পর্যায়ে পড়ার সময় অর্থনীতি, পরিসংখ্যান, গণিত বিষয় ১ম বর্ষ , ২য় বর্ষ , ৩য় বর্ষ , ৪র্থ বর্ষের যে কোন বর্ষে উক্ত সাবজেক্টগুলোর যেকোনো একটি বা একাধিক Major অথবা Non Major বিষয় হিসেবে পড়াশোনা করে থাকলে , আবেদন করতে পারবেন)
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সম্প্রতি রাজস্ব খাতের ২১ টি পদে মোট ৭১৪ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ২৭-০১-২০২২ থেকে । আবেদন করা যাবে ১০-০২ -২০২২ পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা
১. সিনিয়র নকশাবিদ-০১
২. কম্পিউটার অপারেটর-০৪
৩.পরিসংখ্যান সহকারী-১০২
৪. জুনিয়র পরিসংখ্যান সহকারী-৪১৬
৫. নকশাবিদ-০১
৬. ইনুমারেটর-০৭
৭. এডিটিং এন্ড কোডিং অ্যাসিসটেন্ট-১০
৮. হিসাব রক্ষক-০২
৯. ক্যাশিয়ার- ০৫
১০. ক্যাশিয়ার কাম ইউডিএ-০১
১১.সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-১০
১২.জুনিয়র নকশাবিদ-০১
১৩. ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর-৪৩
১৪. ডুয়েল ডাটা অপারেটর-০৩
১৫. কম্পিউটার মুদ্রাক্ষরিক- ০৮
১৬. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-১১
১৭.গাড়ী চালক-০৫
১৮.মেশিনম্যান-০১
১৯.চেইনম্যান-৫৮
২০. অফিস সহায়ক-২৩
২১. লোডার- ০২
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।
চাকরি আবেদনেরবয়স
প্রার্থীর বয়স ২৭- ০১- ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২বছর ।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://bbs.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ১০-০২-২০২২ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন ।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: