বাংলা অংশঃ
১. নিচের কোন বানান শুদ্ধ নয়- উর্দ্ধ
২. নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? চ
৩. নিচের কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহার হয়েছে? অনাবৃষ্টি
৪. নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত? খণ্ডিত
৫. ‘বন্ধন’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? ব + ন্ + ধ + ন্
৬. নিচের কোন শব্দে ণত্ব বিধি অনুসারে “ণ” ব্যবহার হয়েছে- প্রবণ
৭. কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত-একত্রিত
৮. দক্ষিণ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি- উত্তর
৯. পর্বত এর সমার্থক শব্দ কোনটি- নগ
১০. যে নারীর পতি নেই , পুত্রও নেই এক কথায় কি বলে- অবীরা
১১. বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা- এটি কোন শ্রেণীর বাক্য-সরল বাক্য
১২. কোনটি নিত্য সমাস-জলমাত্র
১৩. রাজার দুয়ারে হাতি বাধা- দুয়ারে পদটি কোন কারক অধিকরণ
১৪. শৈশব এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি-শিশু + ষ্ণ
১৫. নিদাঘ শব্দে ‘ নি’ উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে-অতিশয্য
১৬. সচিব কোন ধরনের শব্দ-পারিভাষিক
১৭. দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ-দ্বীপ+অয়ন
১৮. ব্যুৎপত্তিগত ব্যাকরণ শব্দের অর্থ- বিশেষভাবে বিশ্লেষণ
১৯. মা শিশুকে খাওয়াচ্ছেন বাক্যটিতে খাওয়াচ্ছেন কোন ক্রিয়া পদের উদাহরণ- প্রশ্নে ভুল আছে ( যদি বলতো মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন তাইলে দ্বিকর্মক হতো।
২০. সে নাকি আসবে না- এ বাক্যে না অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে- সংশয়
ইংরেজি অংশ সমাধানঃ
২১. A synonym of the word ‘Anguish’? Suffering
২২. My parents always stand —- my decision. by
২৩. Despite his wealth, he remains ——. humble
২৪. How did he come—this expensive watch. to
২৫. An antonym of the word ‘Tedious’ is? Refreshing
২৬. Choose the correctly spelt word. Dilemma
২৭. He does not have ——money to buy a computer. too
২৮. Which word is correctly spelt? Questionnaire
২৯. Students had better——the schedule of the examination. Check
৩০. A synonym for the word ‘Impediment’ is? Barrier
৩১. A stitch in time —- nine. saves
৩২. What is the antonym of Apex? base
৩৩. Which one is singular number? Phenomenon ( phenomena is the plural)
৩৪. The load is too heavy —-carry. to
৩৫. The teacher make the students —-hard. work
গণিত সমাধানঃ
৩৬. ১২ থেকে ৯৬ এর মধ্যে ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি- ২২
৩৭. টাকায় 3 টি করে লেবু কিনে টাকায় দুটি করে বিক্রি করলে শতকরা লাভ হবে- ৫০%
৩৮. একটি সংখ্যা ৩০১ থেকে যত বড় ৩৮১ থেকে তত ছোট সংখ্যাটি- ৩৪১
৩৯. কতগুলো ঘন্টা একত্রে বাজার পর ১০,১৫,২০ এবং ২৫ সেকেন্ড পরপর বাজতে থাকলো। এগুলো আবার কতক্ষণ পর একত্রে বাজবে- ৫মি.
৪০. কোন দ্রব্যের মূল্য৬% বৃদ্ধি পেলে ওই দ্রব্যের ব্যবহার কি পরিমাণ কমালে ওই দ্রব্যের জন্য ব্যয় বৃদ্ধি পাবে না- ৫.৬৬%
৪১. কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হয় ওই মূলধন তিনগুণ হবে কত বছরে-২০
৪২. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা অংক স্থান বিনিময়ের ফলে ৫৪ বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত- ৩৯
৪৩. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ঃ১ । এদিক কি পরিমাণ সোনা মিশালে অনুপাত ৪ঃ১ হবে।- ৪ গ্রাম
৪৪. কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়- ১৩/১৭
৪৫. কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব- ৫,৬,৭
৪৬. ত্রিভুজ ABC এ AC2= AB2+BC2 হলে ∆ABC=? ৯০ ডিগ্রি
৪৭. (a+b)=১২, a-b=২ হলে 2ab=? – ৭০
৪৮. কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত- ৭৫
৪৯. একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য ৪ ফুট হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? ৮ বর্গফুট
৫০. কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4 এর বর্গ হবে- ৩৬
সাধারণ জ্ঞানঃ
৫১. লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন-শেরে বাংলা এ কে ফজলুল হক
৫২. পদ্মা নদী বাংলাদেশের কোন স্থানে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে- চাঁদপুর জেলায়
৫৩. ইউনেস্কোর কততম সম্মেলনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়-৩১তম
৫৪. ইরাটম কী- উন্নত জাতের ধান
৫৫. দ্য গল কোন দেশের প্রাচীন নাম-ফ্রান্স
৫৬. Fair Fax কি?- গোয়েন্দা সংস্থা
৫৭. সুয়েজ খাল কোন দেশে অবস্থিত- মিশর
৫৮. আগামী পরশুর পরের দিন যদি বুধবার হয় তাহলে গতকাল কি বার দিন-শনিবার
৫৯. বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? লাইবেরিয়া
৬০. মীনা দিবস পালন করা হয়-২৪ সেপ্টেম্বর
৬১. আন্তর্জাতিক শ্রম সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়-১৯১৯
৬২. ডেঙ্গু জ্বরের ফলে শরীরে – রক্তের Platelet (প্লাটিলেট) কমে যায়
৬৩. মায়ের দুধে গরুর দুধের চাইতে কোন উপাদান বেশি থাকে- মিনারেলস
৬৪. সুষম খাদ্যের উপাদান কয়টি- ৬টি
৬৫. জাতীয় টিকা কর্মসূচি মোট কয়টি প্রতিষেধক টিকা দেয়া হয়-৬ টি (ডিপথেরিয়া, হুপিংকফ, ধনুষ্টংকার, যক্ষ্মা, পোলিও এবং হাম)
৬৬. একজন সাধারন মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে-২০৬
৬৭. যশোর জেলার প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল- প্রশ্নে ভুল আছে (সঠিক উত্তর বঙ্গ )
৬৮. রাখাইন প্রদেশের পূর্ব নাম কি ছিল- আরাকান
৬৯. পৃথিবীর কোন শহর দুই মহাদেশে অবস্থিত- ইস্তাম্বুল
৭০. বাংলাদেশ ও বঙ্গবন্ধু গ্রন্থের রচয়িতা কে- ভুল (মোনায়েম সরকার) । যদি বলতো বঙ্গবন্ধু ও বাংলাদেশ কার লেখা উত্তর হতো রফিকুজ্জামান হুমায়ুন ।
পরীক্ষার প্রশ্ন নিচেঃ