যে কোন প্রশ্নের সমাধান পেতে পরীক্ষার প্রশ্ন আমাদের পাঠিয়ে দেনঃ 

ইমেইল করুনঃ Admin@studyonlinebd.com

imo- 01710286369
whatsapp-01710286369

পদের নামঃ অফিস সহায়ক-১৯৩২

বাংলা অংশ সমাধানঃ

১. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভবকাল কবে? উত্তরঃ ৬৫০ সাল

২. কোন জন চর্যাপদের পদ কর্তা? উত্তরঃ শবর পা  

৩. ‘লাইলী মজনু’ কাব্যের অনুবাদক হলেন? উত্তরঃ দৌলত উজির বাহরাম খান

৪. ‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি? উত্তরঃ তামসিক [তামসিক অর্থ মেঘাচ্ছন্ন]

৫. ‘রসুল বিজয়’ কাব্যের রচয়িতা কে? উত্তরঃ জৈনুদ্দীন

৬. বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? উত্তরঃ চার্লস উইলকিন্স

৭. এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাতিত্যের রচয়িতা? উত্তরঃ কবি গান

৮. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে? উত্তরঃ প্রাতিপাদিক

৯. গাজী মিয়ার বস্তানী কি ধরনের রচনা? উত্তরঃ আত্মজীবনী

১০. ”ঢাকের কাঠি” বাগধারার অর্থ কি? উত্তরঃ মোসাহেব

১১.  ”ধন্য তার বসুন্ধরা যার”- এ বাণীটি নিচের কোন রচনায় উদ্ধৃত হয়েছে? উত্তরঃ চাষার দুক্ষু ['চাষার দুক্ষু' প্রবন্ধটি রােকেয়া সাখাওয়াত হােসেন রচিত]

১২.  রোহিনী কোন  উপন্যাসের নায়িকা? উত্তরঃ কৃষ্ণকান্তের উইল

১৩. ”কনুই থেকে কবজি পর্যন্ত”- এর সংকেত হলো? উত্তরঃ রত্নি

১৪.  নিপাতনে সিদ্ধ ”ষ” এর ব্যবহার রয়েছে কোনটিতে? উত্তরঃ ভূষণ [কতগুলো শব্দে স্বভাবতই ‘ষ’ বা নিপাতনে সিদ্ধ 'ষ' এর ব্যবহার হয়। যেমন- ষড়ঋতু, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, ঊষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ ইত্যাদি।]

১৫. জ্ঞানে বিমল আনন্দ হয়- কোন কারক? উত্তরঃ  করণ কারক

১৬.  ”উজবুক” শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? উত্তরঃ তুর্কি

১৭. ”সমুদ্র” শব্দের বিপরীত শব্দ হলো- উত্তরঃ স্রোতস্বিনী [স্রোতস্বিনী অর্থ নদী]

১৮.  কোনটিতে মধ্যস্বরলোপ ঘটেছে? উত্তরঃ গামছা [গামোছা >গামছা]

১৯.  বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ কতগুলো? উত্তরঃ অনির্ণেয় [বাংলা উপসর্গ ২১ টি, সংস্কৃত উপসর্গ ২০ টি]

২০. যামিনী অর্থ শব্দ কোনটি? উত্তরঃ শর্বরী [রাত]  

ইংরেজি অংশঃ

ছবিতে নিচে দেওয়া আছে ... 

গণিত অংশ সমাধানঃ

৪১.  একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ২ গুণ, ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে পরিসীমা কত? উত্তরঃ ৯৬ মিটার

৪২. x + 1/x = 2 হলে, x³ + 1/x³ এর মান কত? উত্তরঃ 2

৪৩. নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম? উত্তরঃ √০.3 [√০.3 = 1.73]

৪৪. x³ - 8x - 8y + 16 + y² এর মান কত হলে যোগফল পূর্ণবর্গ হবে? উত্তরঃ 2xy

৪৫. 2a² + 7ab - 15b² -এর উৎপাদকে বিশ্লেষণ কর? উত্তরঃ (a + 5b) (2a - 3b)

৪৬. ১ থেকে ৯৯  পর্যন্ত সংখ্যার যোগফল? উত্তরঃ ৪৯৫০

৪৭. ১.৫৫৫৫৫ এর ৫%=? উত্তরঃ ০.০৭৭৭৭৭৫

৪৮. X+Y=17এবং XY=60 হলে X-Y= কত? উত্তরঃ 7

৪৯. কোন সংখ্যার ৮ গুণ থেকে ২ গুণ বিয়োগ করলে ৭২ হয়? উত্তরঃ ১২

৫০. একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৫০ বর্গ সে.মি। ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য কত? উত্তরঃ ১০.৭ সে.মি

৫১. ৮০ফুট দীর্ঘ এবং ৭০ফুট প্রস্থ একটি বাগানের বাহিরের চতুর্দিকে ৫ ফুট প্রস্থ একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত হবে? উত্তরঃ ১৬০০

৫২. কোন সংখ্যার ১২অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২৩অংশ হবে। সংখ্যাটি কত? উত্তরঃ ৩৬

৫৩. কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়? উত্তরঃ ৮/১১

৫৪. 0০ কোণের পূরক কোণ কোনটি? উত্তরঃ ৯০ ডিগ্রি

৫৫. পরপর পাঁচটি সংখ্যার যোগ ৫৫৫ হলে সবচেয়ে বড় সংখ্যাটি কত হবে? উত্তরঃ ১১৩

৫৬. 3^-3 এর মান কত? উত্তরঃ ‍1/27

৫৭. যদি a -1/a=2 হয় তবে a4+1/a4=কত? উত্তরঃ 34

৫৮.  যদি ১২ সদস্য বিশিষ্ট কোন কমিটির মধ্যে ৯ জন মহিলা হয়, তবে সদস্যদের মধ্যে শতকরা কতজন পুরুষ? উত্তরঃ 25%

৫৯. ৩০ ও ৫০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত? উত্তরঃ ৩৯.৮ [(৩১ + ৩৭ + ৪১ + ৪৩ +৪৭)/৫ += ৩৯.৮]  

৬০. কোন লঘিষ্ঠ সংখ্যাকে ১২ ও ১৬ দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে ৯ হবে? উত্তরঃ ৪১

সাধারণ জ্ঞান ও কম্পিউটার অংশ সমাধানঃ

৬১. “জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি” সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে? উত্তরঃ ৮

৬২. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন? উত্তরঃ ফ্রাঙ্কলিন রুজভেল্ট

৬৩.  লাওসের (Laos) সরকারি নাম কি? উত্তরঃ Laos People's Democratic Republic

৬৪. MICR এর পূর্ণরূপ কি? উত্তরঃ Magnetic Ink Character Reader

৬৫. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ? উত্তরঃ আমিষ

৬৬. বর্তমান বিশ্বে ”নিউ সিল্ক রোড” এর প্রবক্তা? উত্তরঃ চীন

৬৭.  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে স্বীকৃতি দেয় কোন সংগঠন? উত্তরঃ UNESCO [ইউনেস্কো]

৬৮.  মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের চীফ-অফ-স্টাফ কে ছিলেন? উত্তরঃ কর্নেল (অব) .এম এ রব

৬৯. স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয়?  উত্তরঃ নাইট্রিক এসিড

৭০. আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) কবে এর কার্যক্রম শুরু কবে? উত্তরঃ ১৯৪৫ সালের