বাংলা অংশ সমাধানঃ
১. পরীক্ষা শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তরঃ পরি + ঈক্ষা
২. বিদ্যালয় শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তরঃ বিদ্যা + আলয়
৩. সন্ধান শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তরঃ সম্+ধান
৪. গায়ক শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তরঃ গৈ + অক
৫. প্রত্যক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তরঃ প্রতি + এক
৬. অন্ন শব্দের সমার্থক শব্দ নয় নিচের কোনটি? উত্তরঃ দ্যুতি [ওদন, ভাত, আহার = অন্ন]
৭. ইচ্ছা শব্দের সমার্থক শব্দ নয় নিচের কোনটি? উত্তরঃ বিভু [অভিলাষ, বাসনা, আগ্রহ = ইচ্ছা, আর বিভু অর্থ প্রভু বা সৃষ্টিকর্তা]
৮. অম্ল এর বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তরঃ মধুর
৯. নির্মল এর বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তরঃ পঙ্কিল
১০. ‘অথৈ জল’ বাগধারা নিচের কোন অর্থ প্রকাশ করে? উত্তরঃ ভীষণ বিপদ
১১. “চালাক-চতুর কি ধরনের সমাস? উত্তরঃ কর্মধারয় সমাস [যেই চালক সেই চতুর= চালাক-চতুর]
১২. সুগন্ধি কি ধরনের সমাস? উত্তরঃ বহুব্রীহি সমাস [সুগন্ধ যার= সুগন্ধি]
১৩. 'বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন।'- ইহা কোন কারক? উত্তরঃ কর্ম কারক
১৪. ‘সং পাত্রে কন্যা দান করিও।'- এখানে সৎ পাত্রে কোন কারক? উত্তরঃ সম্প্রদান কারক
১৫. নােবেল পুরস্কার বিজয়ী বাঙালি কবির নাম কি? উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
১৬. ‘কবর’ কবিতার রচয়িতা কে? উত্তরঃ জসীম উদদীন
১৭. “হিমু' নাটকটির রচয়িতা কে? উত্তরঃ হুমায়ূন আহমেদ
১৮. ইমদাদুল হকের উপন্যাস নিচের কোনটি? উত্তরঃ সারাবেলা
১৯. কোনটি দেশী শব্দ? উত্তরঃ ঝোল
২০. ‘হাসনাহেনা’ কোন দেশী শব্দ? উত্তরঃ জাপানি
ইংরেজি অংশ সমাধানঃ
Find out the correct translation.
২১. তোমার বাবার পেশা কি? উত্তরঃ What is your father's profession?
২২. আমার ক্ষুধা নেই। উত্তরঃ I have no appetite.
২৩. আমিই সেখানে যাব। উত্তরঃ It is I who will go there.
২৪. আমি চা পান করি না। উত্তরঃ I don't take tea.
২৫. আল্লাহ তােমার মঙ্গল করুন। উত্তরঃ May Allah bless you.
২৬. ভুল করা মানুষের স্বভাব। উত্তরঃ To err is human.
২৭. তুমি কি কখনাে কক্সবাজার গিয়েছাে? উত্তরঃ Have you ever been to Cox’s Bazar?
২৮. এখন ৫ টা বাজে? উত্তরঃ It is five o' clock now.
২৯. ডাক্তার আসিবার পূর্বে রােগী মারা গেলাে। উত্তরঃ The patient had died before the doctor came.
Fill in the blanks with appropriate prepositions (30-33)
৩০. He is absent ....... home. উত্তরঃ from
৩১. She was awarded ....... her bravery. উত্তরঃ for
৩২. I have started ..... my office. উত্তরঃ for
৩৩. She preferred rice... bread. উত্তরঃ to
৩৪. 'He said that he had done the work'. উত্তরঃ He said 'He did the work.'
৩৫. Which one is correct? উত্তরঃ One of my friends is a lawyer.
৩৬. Which one is correct? উত্তরঃ Decisive
৩৭. Which one is correct? উত্তরঃ Intelligence
৩৮. There are ...... types of present tense. উত্তরঃ four
৩৯. There are ..... types of parts of speech. উত্তরঃ Eight
৪০. Which one is correct? উত্তরঃ I was a candidate for the post.
গণিত অংশ সমাধানঃ
৪১. পিতা পুত্রের বয়সের অনুপাত ৪ : ১। পুত্রের বয়স ১০ হলে, পিতার বয়স কত? উত্তরঃ ৪০
৪২. ২, ৪, ৮ এর ল. সা. গু কত? উত্তর: ৮
৪৩. ১৫ ও ২৫ এর গ.সা. গু কত? উত্তরঃ ৫
৪৪. দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গুর গুণফল সংখ্যা দুটির? উত্তরঃ গুণফলের সমান
৪৫.যদি ১৫টি পােশাকের মধ্যে শতকরা ৪০% শার্ট হয়, তবে কতটি শার্ট নয়? উত্তরঃ ৯
৪৬. ৩ দিনে একটি কাজের ১/৮ অংশ শেষ হয়। ঐ কাজের দ্বিগুণ কাজ সম্পন্ন করতে কতদিন সময় লাগবে? উত্তরঃ ৪৮ দিন
৪৭. ১ টন = কত কেজি উত্তরঃ ১০০০ কেজি
৪৮. ৩ ×০ ×০.৩ = ? উত্তরঃ 0
৪৯. a +1/a = 3 হলে, a2+a2/1 এর মান কত? উত্তরঃ 7
৫০. a-{a-(a+1)} = কত? উত্তরঃ a+1
৫১. সমবাহু ত্রিভুজের কোণগুলি? উত্তরঃ ৬০ ডিগ্রি
৫২, একটি বর্গক্ষেত্রের একটি বাহু x হলে, উহার ক্ষেত্রফল কত? উত্তরঃ x2
৫৩. সমকোণী ত্রিভুজের সর্ববৃহৎ কোণটি কত? উত্তরঃ ৯০ ডিগ্রি
৫৪. বৃত্তের পরিধি =? উত্তরঃ 2πr
৫৫. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল? উত্তর: দৈর্ঘ্য × প্রস্থ
সাধারণ জ্ঞান ও কম্পিউটার অংশ সমাধানঃ
৫৬. যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর: বরিস জনসন
৫৭. NATO stands for→ উত্তর: North Atlantic Treaty Organization
৫৮. সর্বশেষ টি-২০ ক্রিকেট ম্যাচ খেলতে বাংলাদেশে কোন দল আসে? উত্তর: নিউজিল্যান্ড
৫৯. UNDP-তে কি হয় (পুর্ণরূপ)? উত্তর: United Nations Development Programme
৬০. Covid-19 রােগী প্রথম কোন শহরে দেখা যায়? উত্তর: উহান
৬১. Malacca Strait (মালাক্কা প্রণালী) কোথায় অবস্থিত? উত্তর: ভারত মহাসাগর
৬২. গণচীনের প্রতিষ্ঠাতা কে? উত্তর মা সেতুং
৬৩. BRICS এর সদর দপ্তর কোথায়? উত্তর ব্রিকস এর সদর দপ্তর নেই
৬৪. CIA কি? উত্তরঃ Central Intelligence Agency [এটি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা]
৬৫. আফগান তালেবান সরকারের প্রধান হচ্ছেন? উত্তরঃ সঠিক উত্তর নেই [মোল্লা হাসান আখুন্দ]
৬৬. স্ফুলিঙ্গ ছায়াছবির পরিচালক কে? উত্তরঃ তৌকীর আহমেদ
৬৭. বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম কি? উত্তরঃ ময়মনসিংহ
৬৮. বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে? উত্তরঃ কাজী সালাউদ্দিন
৬৯, 'আকবর নামা গ্রন্থের লেখক কে? উত্তরঃ আবুল ফজল
৭০, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি? উত্তরঃ মহাস্থানগড়
৭১, ৬-দফা দাবী কে উত্থাপন করেন? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৭২, মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? উত্তরঃ ১১ টি
৭৩. 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের রচয়িতা কে? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৭৪. বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয়? উত্তরঃ ভুটান
৭৫. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? উত্তরঃ ১৪ ডিসেম্বর
৭৬. CPU কি? উত্তরঃ Central processing unit
৭৭, আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে? উত্তরঃ চার্লস ব্যাবেজ
৭৮. Facebook এর জনক কে? উত্তরঃ মার্ক জুকারবার্গ
৭৯. কম্পিউটারের RAM হচ্ছে? উত্তরঃ Random-access memory
৮০. নিম্নের কোনটির Memory Capacity সর্বোচ্চ? উত্তরঃ Terabyte