চিকিৎসকদের জন্য চলমান ৪২তম বিসিএস (বিশেষ) ভাইভা পরীক্ষার তারিখ দুই দিন পিছিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আগামী ১২ আগস্ট শুরু হয়ে এ ভাইভা অনুষ্ঠিত হবে ৩১ আগস্ট পর্যন্ত। প্রতিদিন ১২টি বোর্ড গঠন করে ২০ জন করে প্রার্থীর পরীক্ষা নেয়া হবে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এই পরীক্ষা করোনাভাইরাস পরিস্থিতির কারণে একাধিকবার পেছায়। সর্বশেষ ঘোষণা অনুযায়ী সোমবার (১০ আগস্ট) থেকে বিশেষ এই বিসিএসের ভাইভা আবার শুরু হওয়ার কথা ছিল। পরে সেটি দুই দিন পিছিয়ে ১২ তারিখ করা হয়েছে।
করোনার সংক্রমণ বাড়ায় এর আগে গত ১৮ মে প্রথমবার ৪২তম বিসিএসের (বিশেষ) ভাইভা স্থগিত করা হয়।
পরবর্তীতে আরেক নির্দেশে ৬ জুন থেকে আবার ভাইভা শুরু হওয়ার কথা ছিল। ১৩ জুলাই পর্যন্ত তা চলার কথা ছিল। কিন্তু ২২ জুন এই ভাইভা স্থগিত করা হয়। সর্বশেষ গত ৩ আগস্ট এক নোটিশে জানানো হয় ভাইভা ১০ আগস্ট থেকে শুরু হবে। পরে সেটা পিছিয়ে এখন ১২ আগস্ট করা হলো।
উল্লেখ্য, দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি।