গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

খাদ্য অধিদপ্তর সংস্থাপন শাখা, প্রশাসন বিভাগ

খাদ্য ভবন, ১৬ আব্দুল গণি রােড, ঢাকা-১০০০ নম্বর


তারিখ. ২৪ আষাঢ় ১৪২৮/ ০৮ জুলাই ২০২১

জরুরি বিজ্ঞপ্তি


বিষয: খাদ্য অধিদপ্তরাধীন নন-গেজেটেড ১০(দশ) ক্যাটাগরির ১০৩৫টি শূন্যপদে নিয়ােগের নিমিত্ত নিয়ােগ পরীক্ষার তারিখ, স্থান ও সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি।

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, খাদ্য অধিদপ্তরাধীন নন-গেজেটেড ১০(দশ) ক্যাটাগরির ১০৩৫টি পদে নিয়ােগের নিমিত্ত নিয়ােগ পরীক্ষার তারিখ বর্তমান কোভিড-১৯ পরিস্থিতির কারণে চূড়ান্ত হয়নি; এখন পর্যন্ত প্রবেশপত্রও জারি করার জন্য টেলিটক বাংলাদেশ লিঃ কে কোন নির্দেশনা প্রদান করা হয়নি। নিয়ােগ পরীক্ষার তারিখ, স্থান ও সময়সূচি যথাসময়ে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে এবং খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dgfood.gov.bd) জানানাে হবে।


৮-৭-২০২১

আব্দুল্লাহ আল মামুন পরিচালক, প্রশাসন বিভাগ, খাদ্য অধিদপ্তর, ঢাকা ও সভাপতি, খাদ্য অধিদপ্তর বিভাগীয় নির্বাচন কমিটি।

ফোন: +৮৮-০২-৯৫৮৬২১৩

ফ্যাক্স: +৮৮০-২-৯৫৫৬৫৮১

ইমেইল: dadm@dgfood.gov.bd


সদয় অবগতি/ অবগতি ও কার্যার্থে প্রেরণ করা হল: 

১) সচিব, খাদ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। 

২) মহাপরিচালক (গ্রেড-১), খাদ্য অধিদপ্তর, ঢাকা। 

৩) অতিরিক্ত মহাপরিচালক (চলতি দায়িত্ব), অতিরিক্ত মহাপরিচালকের দপ্তর, খাদ্য অধিদপ্তর 

৪) বিভাগীয় কমিশনার (সকল), 

৫) কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা। ৬) পরিচালক, খাদ্য অধিদপ্তর (সকল).


Source: http://www.dgfood.gov.bd/sites/default/files/files/dgfood.portal.gov.bd/notices/3ac24ce3_6c8f_4d3d_8f27_cd3d6e04810d/2021-07-11-00-42-20d37d9cbbcd609c026e15df5af854ea.pdf