বাংলাদেশ ব্যাংক হিউম্যান রিসাের্সেস ডিপার্টমেন্ট-১ (রিক্রুটমেন্ট এন্ড আউটসাের্সিং উইং)।

প্রধান কার্যালয়

ঢাকা


তারিখ : ২৮ জুন, ২০২১

দি সিকিউরিটি প্রিন্টিং করপােরেশন (বাংলাদেশ) লিঃ-এ নিয়ােগের উদ্দেশ্যে আবেদনকারী | প্রার্থীদের নিয়ােগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ডাউনলােড করা প্রসঙ্গে।

দি সিকিউরিটি প্রিন্টিং করপােরেশন (বাংলাদেশ) লিঃ-এর (৯ম-১০ম গ্রেড) এর ০৩ ক্যাটাগরীর পদে সরাসরি নিয়ােগের উদ্দেশ্যে গত ২৫/০৩/২০২১ তারিখে প্রকাশিত নিয়ােগ বিজ্ঞপ্তি নং- ২৫/২০২১ এর সূত্রে জানানাে যাচ্ছে যে, উক্ত ০৩ টি ক্যাটাগরীর মধ্যে সহকারী ব্যবস্থাপক (ইন্টারনাল কন্ট্রোল)’ ও ‘রেমিট্যান্স অফিসার পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে প্রাথমিকভাবে যােগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়ােগ সংক্রান্ত ওয়েবসাইটে(https://erecruitment.bb.org.bd) আপলােড করা হয়েছে।

০২। পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু প্রার্থীদেরকে ০১/০৭/২০২১ হতে ২৭/০৭/২০২১ তারিখের মধ্যে উল্লিখিত ওয়েবসাইট হতে প্রবেশপত্র সংগ্রহের জন্য পরামর্শ দেয়া যাচ্ছে।

০৩। এছাড়া, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)' পদের নিয়ােগ সংক্রান্ত কার্যক্রম পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

০৪। পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্রের নাম ও ঠিকানা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসপিসিবিএল এর ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

০৫। নির্ধারিত তারিখের পরে প্রবেশপত্র ডাউনলােডের কোনাে সুযােগ থাকবে না।


Source: https://erecruitment.bb.org.bd/openpdf.php?fbclid=IwAR3GiEE_ucqGD2wx_26LJ-9xPJbLjeBj4Pc9dky20NtpMcNSSK_Yp2gf7Cs