সমাজসেবা অধিদপ্তরের চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান

পদের নামঃ ফিল্ড সুপারভাইজার

পরীক্ষার তরিখঃ  03-04-2021


1.এক কথায় প্রকাশ করুন:

ফল পাকলে যে গাছ মরে যায়- ওষধি (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ৭৮)

যে ব্যক্তি দুই হাত সমান চলে- সব্যসাচী (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ৭৯)

যার অন্য উপায় নেই- অনন্যোপায় (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ৭৬)

যে বিষয়ে কোনো বিতর্ক নেই= অবিসংবাদী (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ৭৯)

দুইবার জন্মে যে- দ্বিজ


2. বাগধারা গুলোর অর্থসহ বাক্য রচনা করুন:

অর্ধচন্দ্র= গলা ধাক্কা দেওয়া (বেয়াদব লোকটাকে অর্ধচন্দ্র দিয়ে মজলিস থেকে বিদায় করে দাও) (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ৮১)

আট কপালে=হতভাগ্য (আট কপালে লোকের ক্ষেত্রে চাকরি জোটা মুশকিল) (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ৮২)

তামার বিষ=অর্থের কুপ্রভাব (হঠাৎ বড়লোক কি না, তাই তামার বিষে বিবেকহীন হয়ে পড়েছে) (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ৮৬)

গৌরচন্দ্রিকা= ভূমিকা (অনেক তাে গৌরচন্দ্রিকা করলে, এবার আসল কথাটা বলে ফেল তাে) (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ৮৪)

বকধার্মিক=ভণ্ড ধার্মিক (সমাজে বকধার্মিক লোকের অভাব নেই) (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ৮৮)


3. সন্ধি বিচ্ছেদ করুন:

প্রত্যুষ=প্রতি+উষ (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ১৭)

গোষ্পদ=গো + পদ (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ২০)

পুনরায় =পুনঃ+আয়(জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ২০)

শঙ্কা= শম+কা (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ১৯)

দুর্লোভ= দুঃ+লোভ  (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ২১)


4.বানান শুদ্ধি করুন: (বানান শুদ্ধি সরাসরি কমন আসে নাই )

তীগ্রী=ডিগ্রী

বুদ্ধীমতি=বুদ্ধিমতী

মুলত=মূলত (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ৯৭)

নিশব্দ=নিঃশব্দ

প্রনিত=প্রনীত


5.ইংরেজিতে অনুবাদ করুন: (অনুবাদ সরাসরি কমন আসে নাই)

ক)অল্প বিদ্যা ভয়ংকরী= A little learning is a dangerous thing

খ)আমার গরম লাগছে=  I feel hot

গ)সকাল থেকে বৃষ্টি হচ্ছে= It has been raining since morning

ঘ)আমাদের গ্রামে দুইটি স্কুল আছে= There are two  Schools in our Village

ঙ)ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল= The patient had died before the doctor came


6.নিচের Phrases/Idioms  গুলোর অর্থসহ ইংরেজি বাক্য লিখুন:

a)Burning question=গুরুত্বপূর্ণ বিষয় (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ৪৭৪)

b)Get rid of=পরিত্রাণ পাওয়া  (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ৪৭৪)

c)At sixes and Seven=বিশৃঙ্খলা অবস্থা (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ৪৭৬)

d)Bad blood=শত্রতা 

e)By turns=গতি বদলানো


7. Fill in the gaps

a)He is too weak----walk Ans: to (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ৪৮২)

b)She lives ---the USA Ans:in (Sohel lives in Australia.)  (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ৪৪৫)

c) He is ---one eyed man Ans: a  (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ৪৩৫)

d) She is very good----Mathematics Ans:- in   (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ৪৫৮)

e) We should not hanker-------wealth Ans :After   (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ৪৫৩)

8. Transform the following sentences as directed 

a) Man is mortal (negative)=No man is immortal (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ৪২৫)

b) Shut the door (passive)= Let the door be shut  (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ৪১৯)

c) I called him (Passive)=He was called by me  (জব'স পাসওয়ার্ড (নিয়ম আছে )বইয়ের)

d) This sight is very beautiful (Exclamatory)=How beautiful the sight is! (জব'স পাসওয়ার্ড (নিয়ম আছে )বইয়ের)

e) He is the best boy (Comparative)=He is better than any other boy in the class  (জব'স পাসওয়ার্ড (নিয়ম আছে )বইয়ের)



9.নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি ২৫০ টাকা হিসেবে ২ কেজি সন্দেশ ক্রয় করলো । ভ্যাটের হার শতকরা ৪ টাকা হলে সে সন্দেশ ক্রয় বাবদ দোকানদারকে কত টাকা দিবে? = ৫২০ টাকা (জব'স পাসওয়ার্ড (নিয়ম অংক আছে শতকরা অধ্যায় )বইয়ের)


10. p-1/p=8 হলে প্রমাণ করুন যে, p^2+1/p^2=66 (জব'স পাসওয়ার্ড (নিয়ম-২)বইয়ের- পৃষ্টা- ২০৮)


11. দুইটি  সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে, সংখ্যা দুইটি নির্ণয় করুন। =৬০ও ৪০ (জব'স পাসওয়ার্ড (নিয়মে আছে )বইয়ের- পৃষ্টা- ১৬২)


12. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন: 

ক. চতুর্ভূজের চার কোণের সমষ্টি কত? =৩৬০ ডিগ্রি (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ২০১)

খ. ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী? = ½*ভূমি* উচ্চতা (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ২২৯)

গ. ০.০৩* ০.০২ =?০.০০০৬  (জব'স পাসওয়ার্ড (নিয়মে আছে )বইয়ের- পৃষ্টা- ১৫৬)

ঘ. ১০০ ডিগ্রি এর সম্পূরক মান কত?=৮০ ডিগ্রি  (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ২২৬)

ঙ. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কী বলে? = অতিভুজ  (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ২২৯)


13. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:

ক. বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কী? =বঙ্গভবন (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ৩১৩)

খ. বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলার নাম কী? = ভোলা  (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ২৫১)

গ. রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?=সোহরাওয়ার্দী উদ্যান  (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ৯৬)

ঘ. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কোন তারিখে? =২রা মার্চ  (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ২৭৮)

ঙ. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত? =বঙ্গোপসাগরে অবস্থিত  (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ২৪৮)

চ. সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? = নেপালের রাজধানী কাঠমান্ডু  (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ৩৬১)

ছ. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির নাম কী? =জো বাইডেন (সাম্প্রতিক) 

জ. ILO-এর পূর্ণরুপ কী? = International Labour Organization (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ৩৬৫)

ঝ. অস্থায়ী মুজিবনগর সরকার কোন তারিখে গঠিত হয়? = ১০ এপ্রিল   (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ২৭৪)

ঞ. ‘ঐতিহাসিক ছয় দফা’ কত তারিখে ঘোষিত হয়? = ৭ জুন (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ২২৬)

ট. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?=  ১০ জানুয়ারি (জব'স পাসওয়ার্ড বইয়ের- পৃষ্টা- ৩১৩)







যে কোন প্রশ্নের সমাধান পেতে পরীক্ষার প্রশ্ন আমাদের পাঠিয়ে দেনঃ

ইমেইল করুনঃ Admin@studyonlinebd.com

imo- 01710286369

whatsapp-01710286369

যে কোন মাধ্যমে আপনি আমাদের প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন।