২০-০২-২০২১ তারিখের বাংলাদেশ ফিল্ম আর্কাইভের চাকরির পরীক্ষার প্রশ্ন ও সম্পূর্ণ সমাধান
বাংলা অংশ সমাধানঃ
১. ভাব সম্প্রসারণ করুনঃ
ক. দূর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য, সাপের মাথার মনি থাকলেও সে কি ভয়ংকর নহে?
নৈতিক শিক্ষা যেমন অতি প্রয়োজনীয়, তেমনি অতি কঠিন। সুনীতি কাহাকে বলে এবং দুর্নীতি কাহাকে বলে, তাহা নির্ণয় করা প্রায় সহজ, কিন্তু তাহা হইলেও নৈতিক শিক্ষালাভ সুনীতি কি দুর্নীতি তাহা জানিলেই সম্পন্ন হয় না। কার্যত যাহা সুনীতি, তাহা আচরণ করা ও যাহা দুর্নীতি তাহা পরিহার করাই নৈতিক শিক্ষার লক্ষণ। কারণ এইরূপ কাজ করিতে পারা বহু যত ও অভ্যাসের ফল। ফলত নৈতিক শিক্ষা কেবল জ্ঞানলাভের জন্যে অতি প্রয়োজনীয়। যদিও দুর্জন বিদ্যালংকৃত হইতে পারে, তবু দুর্জনের জ্ঞানলাভ প্রায়ই ঘটে না। তাহার কারণ এই যে, জ্ঞানলাভের নিমিত্তে যে সকল যত, অভ্যাস আবশ্যক, তদুপযোগী মনের শান্তভাব দুর্নীতিপরায়ণ ব্যক্তিদের থাকে না। তাহারা তীক্ষ্ম বুদ্ধিসম্পন্ন হইতে পারে, কিন্তু ধীর বুদ্ধির হইতে পারে না।
নৈতিক শিক্ষা লাভের মাধ্যমে সুনীতি এবং দুর্নীতি সম্পর্কে জানতে হবে এবং জীবনে চলার পথে সুনীতিকে বরণ করে দুর্নীতিকে পরিহার করতে হবে। দুর্নীতিপরায়ণ ব্যক্তি যত জ্ঞানী হোক না কেন তার সঙ্গ অবশ্যই পরিত্যাগ করা উচিত।
২. চোখ এর ০৫ টি সমার্থক লিখুন।
ক) নেত্র খ) চোখ গ) দর্শনেন্দ্রিয় ঘ) লোচন ঙ) নয়ন
৩. নিম্নবর্ণিত গ্রন্থ গুলোর লেখকের নাম লিখুন।
ক. বিষাদ সিন্ধু=মীর মশাররফ হোসেন
খ. সোনার তরী= রবীন্দ্রনাথ ঠাকুর
গ. সংশপ্তক= শহীদুল্লাহ কায়সার
ঘ. একাত্তরের দিনগুলো=জাহানারা ইমাম
ঙ. মা= আনিসুল হক
৫. এক কথায় প্রকাশ করুনঃ
ক. কথায় বর্ণনা করা যায় না=অনির্বচনীয়
খ. যা ক্রমশ বর্ধিত হচ্ছে=বর্ধিষ্ণু
গ. কোন কিছুতেই ভয় নেই যার= নির্ভীক/অকুতোভয়
ঘ. যা সহজে লাভ করা যায় =সুলভ
ঙ. চক্ষুর সম্মুখে সংঘটিত=চাক্ষুষ
ইংরেজি অংশ সমাধানঃ
৫. Write a short note on ‘Honesty is the best policy’.
Honesty is nothing but be truthful in every situations of life. It includes accepting our mistakes and rectifying it. Some of us think honesty means to tell the truth but it is more than that, it also includes following rules of an particular area and to be obedient to it. We should always be honest in our life because honesty ultimately leads life to success. Although, sometimes dishonesty becomes successful but it is temporary. Being dishonest may save us temporarily but to save ourselves we have to tell lie after lie which creates a big problem. An dishonest person never be happy in his/her life. But, an honest man enjoys fruits of his/her work. Therefore, we should be honest to enjoy every moment of life.
৬. Translate from Bengali to English :
a. মেট্রো রেলের কাজ চলছে।= Metro rail work is going on.
b. বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। =Bangladesh is a developing country.
c. বুলবুল যখন জেগে উঠল তখন বৃষ্টি পড়ছিলো।=It was raining when Bulbul woke up.
d. কত বিস্ময়কর মানুষের জীবন।=How wonderful of human life is!
e. আমি দুই ঘন্টা ধরে আপনার জন্য অপেক্ষা করছি= I have been waiting for you for two hours.
৭. Fill in the blanks :
a) He lives _________ Shahbag. উত্তরঃ in
b) It is 6 o’clock _______ my watch. উত্তরঃ by
c) The man is devoted ______ our creator. উত্তরঃ to
d) He is accused________ theft. উত্তরঃ of
e) She died _______ hunger. উত্তরঃ of
৮. Make Sentence with the following phrases and idioms (with Bengali meaning)
a) A man of letters= (পণ্ডিত ব্যক্তি) = Kazi Nazrul Islam was a man of letters in our history.
b) Black and White=(লিখিতভাবে)= Please give me your proposal in black and white.
c) With a view to= (জন্য বা নিমিত্ত) = I am coming here with a view to helping the poor.
d) Slow coach= (অলস) = Sumon is a slow coach for our society.
e) Go to the dogs=(গোল্লায় যাওয়া) = Anam has gone to the dogs in his life.
গণিত অংশ সমাধানঃ
৯. ক একটি কাজ ১০ দিনে করতে পারে। খ ঐ কাজটি ১৫ দিনে করতে পারে। তাঁরা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে?
উত্তরঃ ৬ দিন
১০. টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
উত্তরঃ ৫০%
১১. 2x2–x–3 এর উৎপাদকের বিশ্লেষণ করুন।
উত্তরঃ (2x-3) (x+1)
সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ….
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
১২. “আধুনিক সভ্যতায় ইন্টারনেটের এর ভূমিকা ” সম্পর্কে অনুচ্ছেদ লিখুন।
১৩. এক কথায় উত্তর দিন।
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোন তারিখ? উত্তরঃ ১০ জানুয়ারি
খ. বঙ্গবন্ধু রচিত ২টি গ্রন্থের নাম লিখুন। উত্তরঃ অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা
গ. ২টি সার্চ ইঞ্জিন এর নাম লিখুন। উত্তরঃ পিপীলিকা, গুগল
ঘ. কম্পিউটারের হার্ডওয়ার ও সফটওয়ার কি? উত্তরঃ কম্পিউটার হার্ডওয়্যার হল কম্পিউটারের সেইসকল অংশ যেগুলো স্পর্শ করা যায়, দেখা যায় যেমন মনিটর, মাউস, কেসিং, মাদারবোর্ড, রম, সি.ডি, ডি.ভি.ডি. ইত্যাদি।
কম্পিউটার সফটওয়্যার” বা “সফটওয়্যার” হলো কিছু data এবং কম্পিউটার নির্দেশ (instructions) এর সংগ্রহীত মিশ্রণ, যেটা একটি প্রোগ্রাম (program) হিসেবে কম্পিউটারকে যেকোনো কাজ করার ক্ষেত্রে নির্দেশ (instructions) দেয়।
ঙ. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?”
উত্তরঃ ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
পদের নামঃ Office Shohayak (অফিস সহায়ক)
বাংলা অংশ সমাধানঃ
১। অনুচ্ছেদ লিখুনঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
ভূমিকা :
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।”
একুশে ফেব্রুয়ারি বাঙালির জাতীয় জীবনে এক গৌরবময় ও ঐতিহ্যবাহী দিন। বাঙালির জাতীয় জীবনের সকল চেতনার উৎস হচ্ছে এ দিনটি। বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদায় প্রতিষ্ঠা করার ঐতিহাসিক দিন এটি। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্যে জীবন দিয়ে বাঙালি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বাঙালির রক্তঝরা এ দিনটিকে সারা বিশ্বে স্মরণীয় করে রাখতে ইউনেস্কো ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, সম্মান জানিয়েছে ভাষা শহীদদের প্রতি। তাই ২১ ফেব্রুয়ারি বাঙালির জাতীয় জীবনে এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। একুশে ফেব্রুয়ারি এখন আর শুধু আমাদের মাতৃভাষা দিবস নয়। প্রতি বছর ‘একুশে ফেব্রুয়ারি’ সারা বিশ্বে পালিত হবে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে। এ দিবসের তাৎপর্য উল্লেখ করে বিশিষ্ট ভাষাবিজ্ঞানী ড. হুমায়ুন আদাজ বলেছেন,
‘আমি মুগ্ধ আমি প্রীতি, আমাকে স্বীকৃতি দিয়েছে, আমার প্রাণের কথা আমার ভাষায় জানাতে পারব বলে আমার হৃদয় স্পন্দন বেড়েছে। সত্যিই গর্বিত আমি।’
ভাষা আন্দোলনের আদি কথা : পাকিস্তান সৃষ্টির পূর্বমূহুর্তে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ড. জিয়াউদ্দিন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার প্রস্তাব উপস্থাপ করেন। পূর্ববঙ্গ থেকে ড. মুহম্মদ শহীদুল্লাহ এ প্রস্তাবের ঘোর বিরোধিতা করেন এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন (১১ শ্রাবণ, ১৩৫৪ বঙ্গাব্দ)। এভাবেই ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে।
বাংলা ভাষার প্রতি অবজ্ঞা ও অবহেলা : এ দেশের বহত্তম জনগোষ্ঠীর মাতৃভাষা বাংলা হওয়া সত্ত্বেও পাকিস্তান সৃষ্টির শুরু থেকেই উর্দুকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে চালিয়ে দেয়ার হীন চক্রান্ত চলতে থাকে। ১৯৪৮ সালে রেসকোর্স উদ্যানে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এর কিছুদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের এক সমাবর্তন অনুষ্ঠানে মোহাম্মদ আলী জিন্নাহ তাঁর ঘোষণার পনরাবৃত্তি করলে তুমুল প্রতিবাদধ্বনি উচ্চারিত হয়।
ভাষা আন্দোলন : মোহাম্মদ আলী জিন্নাহর ১৯৪৮ সালের ঘোষণার পর থেকেই বাংলা ভাষার আন্দোলন জোরদার হতে থাকে। পশ্চিম পাকিস্তানি ডিক্টেটরগণ যতই বাংলা ভাষার বিরোধিতা করতে থাকে, বাংলা ভাষার আন্দোলন ততই জোরদার হয়। প্রাথমিকভাবে ছাত্ররা এ আন্দোলন চালিয়ে নিলেও পরবর্তী সময়ে গোটা দেশবাসী ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে। দেশবাসীর জোরালো সমর্থনে ছাত্রদের মনোবল আরো বেড়ে যায়, তারা দ্বিগুণ উৎসাহে সম্মুখপানে এগোতে থাকে।
একুশের স্মৃতি : ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে প্রাদেশিক পরিশদের অধিবেশনকে সামনে রেখে সমগ্র দেশে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন জোরদার করা হয়। পাকিস্তানি শাসক ঢাকায় ১৪৪ ধারা জারি করে সকল প্রকার মিটিং মিছিল ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদাদানে পত্যয়ী ছাত্রসমাজ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করে। সাথে সাথে পুলিশ মিছিলে নির্বিচারে গুলি চালায়। এতে সালাম, বরকত, রফিক ও জব্বারসহ অনেকে নিহত হয়। এ হত্যাযজ্ঞ ও দমননীতির ফলে আন্দোলন আরো বেগবান হয়। ’৫২-র ভাষা আন্দোলন এ দেশের কবিসমাজকে করেছে তুমুল আলোড়িত। অনেক কবি অসংখ্য কবিতার মাধ্যমে এই ভাষা-আন্দোলনকে করেছেন বেগবান। ’৫২ এর ভাষা-আন্দোলনের প্রভাবে কবি শামসুল রাহমান রচনা করেছেন, ‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’ নামক বিখ্যাত কবিতাটি-
‘তোমাকে উপড়ে নিলে, বলো তবে কী থাকে আমার?
ঊনিশ শো’ বাহান্নোর দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি
বুকে নিয়ে আছো সগৌরবে মহীয়সী।’
রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতি : ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে সংঘটিত মর্মান্তিক হত্যাকাণ্ডের খবর সারা দেশে বিদ্যুৎবেগে পৌঁছে যায় এবং দেশবাসী প্রচণ্ড বিক্ষোভে ফেটে পড়ে। অতঃপর পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। ১৯৫৬ সালের সংবিধানে সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে অনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়।
আন্তর্জাতিকভাবে স্বীকৃতি : একুশে ফেব্রুয়ারি এখন আর শুধু আমাদের মাতৃভাষা দিবস নয়। প্রতি বছর ‘একুশে ফেব্রুয়ারি’ সারা বিশ্বে পালিত হবে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো)-এর সাধারণ পরিষদের ৩০তম পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশসহ ২৭টি দেশের সমর্থন নিয়ে সর্বসম্মতভাবে ‘একুশে ফেব্রুয়ারি’কে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়। ইউনেস্কোর প্রস্তাবে বলা হয়,
“১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য বাংলাদেশের অনন্য ত্যাগের স্বীকৃতিস্বরূপ এবং ১৯৫২ সালের এই দিনের শহীদদের স্মৃতিকে সারা বিশ্বে স্মরণীয় করে রাখতে একুশে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। প্রতি বছর একুশে ফেব্রুয়ারি ইউনেস্কোর ১৮৮টি সদস্য দেশ এবং ইউনেস্কোর সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদ্যাপিত হবে।”
ইউনেস্কোর এ ঘোষণার মধ্য দিয়ে বিশ্বের প্রায় ৫ হাজার ভাষা সম্মানিত হল এবং একবিংশ শতাব্দীর তথা দুই সহস্রাব্দ অর্থাৎ ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি সারা বিশ্বব্যাপী প্রথম পালিত হল ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। ইউনেস্কোর এ ঘোষণার মধ্য দিয়ে বিশ্বের প্রায় ৫ হাজার ভাষা সম্মানিত হল এবং একবিংশ শতাব্দীর তথা ২০০১ সালের ২১ ফেব্রুয়ারিতে সারা বিশ্বব্যাপী প্রথম পালিত হয়েছিল ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’।
স্বাধিকার চেতনা : ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতির মধ্যে যে চেতনার উন্মেষ হয়, তার চরম বিস্ফোরণ ঘটে ঊনসত্তর থেকে একাত্তরে। একুশে ফেব্রুয়ারি তাৎপর্য শহীদ দিবস পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকে নি; তা বাঙালির জাতীয় জীবনের সর্বত্র প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। বাংলাদেশের সমস্ত আন্দোলনের মূল চেতনা একুশে ফেব্রুয়ারি। তখন থেকেই বাঙালি উপলব্ধি করেছিল তার বাঙালি জাতীয়তাবোধ, তার সংস্কৃতির অতন্দ্র প্রহরী। এই সংগ্রামী চেতনাই বাংলার সাংস্কৃতিক আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলন এই দু’ধারাকে একসূত্রে গ্রথিত করে মুক্তিসংগ্রামের মোহনায় এনে দিয়েছে। আর এর পরিপ্রেক্ষিতেই ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য : ভাষা একটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক। আর এই সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ভাষা হচ্ছে শক্তিশালী হাতিয়ার। মাতৃভাষার প্রচলন কেবল ভাষাগত বৈচিত্র্য, বহু ভাষা-ভিত্তিক শিক্ষাকেই উৎসাহিত করবে না, তা ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্যের উন্নয়ন ও অনুধাবনের ক্ষেত্রে অবদান রাখবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য হল- সকল মাতৃভাষাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া, যথাযোগ্য মর্যাদা দেওয়া, বিলুপ্তির হাত থেকে রক্ষা করা, দুর্বল বলে কোনো ভাষার ওপর প্রভুত্ব আরোপের অপচেষ্টা না করা, ছোট-বড় সকল ভাষার প্রতি সমান মর্যাদা প্রদর্শন। এ দিবসে প্রত্যেক ভাষাভাষী মানুষ নিজের মাতৃভাষাকে যেমন ভালোবাসবে তেমনি অন্য জাতির মাতৃভাষাকেও মর্যাদা দেবে। এভাবে একুশকে চেতনায় ধারণ করে মাতৃভাষাকে ভালোবাসার প্রেরণা পাবে মানুষ। বাঙালি জাতি নিজের রক্ত দিয়ে সারা বিশ্বকে শিখিয়ে দিয়ে গেল ভাষাকে ভালোবাসার মন্ত্র। মাতৃভাষা দিবসের তাৎপর্য লুকিয়ে আছে দেশকে ভালোবাসা, দেশের মানুষকে, দেশের সংস্কৃতিকে ভালোবাসা, তার জীবনাচারকে ভালোবাসা আর তার জন্যে গর্ববোধ করা।
উপসংহার : বায়ান্নর ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত একুশে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে গৃহীত হওয়ার ব্যাপারটি আমাদের তথা বাংলাদেশের জন্যে অত্যন্ত গৌরবের। কারণ, একুশে ফেব্রুয়ারি থেকে বাঙালি জাতি আত্মমর্যাদার চেতনা লাভ করেছিল; লাভ করেছিল মাতৃভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দানের প্রেরণা এবং অনুভব করেছিল ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা।
২। সন্ধি বিচ্ছেদ করুনঃ
ক. সূর্যোদয় = সূর্য + উদয়
খ. সংবাদ = সম্ + বাদ
গ. চলচ্চিত্র = চলৎ + চিত্র
ঘ. নয়ন = নে + অন
ঙ. আশ্চর্য = আ + চর্য
৩। বিপরীতার্থক শব্দ লিখুনঃ
ক. আবির্ভাব = তিরোভাব
খ. কৃত্রিম = আসল
গ. তিরস্কার = পুরষ্কার
ঘ. নিন্দা = স্তুতি
ঙ. উপকার = অপকার
৪। এক কথায় প্রকাশ করুনঃ
ক. যা পূর্বে ছিল এখন নেই = ভূতপূর্ব
খ. আকাশে চরে যে = খেচর
গ. অহংকার নেই যার = নিরহংকার
ঘ. উপকারীর অপকার করে যে = কৃতঘ্ন
ঙ. মৃত্যু পর্যন্ত = আমৃত্যু
ইংরেজি অংশ সমাধানঃ
১. Write down your name and address in English.
I am Md. Zakir Khan. I am from Dhaka. I live in 69/3 B, Mirpur -10, Dhaka-1216.
২. Write down five Sentence on Bangladesh.
i) The officially name of Bangladesh is the People’s Republic of Bangladesh.
ii) It is the eighth-most populous country in the world.
iii) The Capital of Bangladesh is Dhaka.
iv) Bangladesh is bordered by the Indian states of West Bengal to the west and north, Assam to the north, Meghalaya to the north and northeast, and Tripura and Mizoram to the east.
v) The per capita income of Bangladesh is now 2064 US Dollar.
৩. Translate into Bengali :
a. He teaches us English. = তিনি আমাদের ইংরেজি শেখান।
b. The cow gives us milk. = গাভী আমাদের দুধ দেয়।
c. He goes to School. = সে স্কুলে যায়।
d. Give me a glass of water. = আমাকে এক গ্লাস পানি দাও
e. He killed himself. = সে আত্মহত্যা করেছিল।
৪. Make sentence with the following words:
Honest = Sumon is an honest man.
Book = I like to read several book.
River = River is a natural beauty in the world.
Bangladesh =We love Bangladesh.
Drink = We drink water everyday in our life.
গণিত অংশ সমাধানঃ
১। কমলা ও তার জমজ দুই বোনের বয়সের সমষ্টি ২৩ বছর। জমজ বোন দের প্রত্যেকের বয়স ৬ বছর হলে, কমলার বয়স কত?
উত্তরঃ কমলার বয়স ১১ বছর
২। ১০০ টাকার ৫০% সমান কত?
উত্তরঃ ৫০
৩। একটি দ্রব্যের বিক্রয় মূল্য ৯২ টাকা, এতে বিক্রেতার লাভ হয় ১৫%। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
উত্তরঃ দ্রব্যটির ক্রয়মূল্য ৮০ টাকা
৪। ৬০° কোণের সম্পূরক কোণের মান কত ?
উত্তরঃ ১২০°
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
১। বাংলাদেশের দুটি নদীর নাম লিখুন।
উত্তরঃ সুরমা ও পদ্মা
২। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এর কাজ কি?
উত্তরঃ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যাবলী নিচে উল্লেখ করা হলোঃ
৩। বাংলাদেশের দুজন বিখ্যাত কবি/সাহিত্যিকের নাম লিখুন।
উত্তরঃ কাজী নজরুল ইসলাম ও ফররুখ আহমেদ
৪. বাংলাদেশের জাতীয় পিতার নাম ও মাননীয় প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তরঃ বাংলাদেশের জাতীয় পিতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা।
৫। বাংলাদেশের রাজধানীর নাম কি? এটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। এটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
বাংলা অংশ সমাধানঃ
১। অনুচ্ছেদ লিখুন: বাংলাদেশে করোনা ভাইরাসের প্রভাব ও প্রতিকার।
বিশ্বজুড়ে এখন বড় আতঙ্কের নাম কোভিড-১৯ বা নভেল করোনাভাইরাস। আমরা এমন একটা সময় পার করছি যখন বাংলাদেশেও প্রতিদিনই বেড়ে চলছে আক্রান্তের সংখ্যা। মনে বেজে চলেছে অজানা শঙ্কা।
করোনা ভাইরাসের কারণে বিশ্ববাণিজ্যে তো বটেই, প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। বাংলাদেশের রফতানি আয়ের ৮৫ শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে। ফলে এ খাত যদি সংকটে পড়ে তাহলে দেশের পুরো রফতানি খাতই সংকটে পড়বে বলে মনে করা হয়। বেশ কিছু কারখানাতেই কাঁচামালের সংকট তৈরি হচ্ছে।
কাঁচামালের অভাবে যখন পণ্য উৎপাদন নিয়ে সংশয় তখন পণ্য উৎপাদনের পর সেটা রফতানি নিয়েও সতর্ক থাকতে হচ্ছে ব্যবসায়ীদের।
অন্য সবকিছুর মতো এখন স্থবির হয়ে পড়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। লাখ লাখ শিক্ষার্থী ঘরবন্দি হয়ে এক অজানা ভবিষ্যতের দিকে দিন গুনছেন। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-সবারই আকুতি একটাই, কবে স্বাভাবিক হবে সবকিছু। তবে অবস্থাদৃষ্টে ধারণা স্পষ্ট যে, অচিরেই তা স্বাভাবিক হচ্ছে না। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ার সম্ভাবনা রয়েছে।
অর্থনীতি বাঁচাতে এরই মধ্যে জীবন-যাপনে কিছু বিধিনিষেধ শিথিল করা হলেও এখনই শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার ইঙ্গিত দিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও৷
এই বৈশ্বিক মহামারীর কারণে সারা বিশ্বের আর্থ-সামাজিক কর্মকাণ্ড ব্যাহত হয়েছে। বহু ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় পিছিয়ে দেওয়া হয়েছে বা রহিত করা হয়েছে। অনেক দেশে দ্রব্যের (যেমন খাদ্য বা ঔষধ) জোগানের স্বল্পতার ব্যাপারে ব্যাপক ভীতি থেকে আতঙ্কগ্রস্ত মানুষের কেনাকাটার আধিক্যের সৃষ্টি হয়েছে । ভাইরাসটিকে নিয়ে ভুল বা মিথ্যা তথ্য ও ষড়যন্ত্রমূলক তত্ত্ব আন্তর্জাল বা ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এছাড়া চীন, পূর্ব এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যক্তিদের বিরুদ্ধে জাতিবিদ্বেষ ও বিদেশীভীতি বৃদ্ধি পেয়েছে।
২। কারক নির্ণয় করুন:
ক) আমার যাওয়া হবে না। = কর্তৃ কারক
খ) আমাকে একখানা বই দাও। = কর্ম কারক
গ) চেষ্ঠায় সব হয়। = করণ কারক
ঘ) আকাশে চাঁদ উঠেছে। = অধিকরণ কারক
ঙ) এ বাড়িতে কেউ নাই। = অধিকরণ কারক
৩। এক কথায় প্রকাশ করুন :
ক) যে সকল অত্যাচারই সয়ে যায় = সর্বংসহা
খ) যে মেয়ের বিয়ে হয়নি = কুমারী
গ) যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন = অনন্যসাধারণ
ঘ) সকলের জন্য প্রযোজ্য = সর্বজনীন
ঙ) যে শুনেই মনে রাখতে পারে = শ্রুতিধর
৪। অর্থসহ বাক্য রচনা করুন :
ক) অদৃষ্টের পরিহাস = (ভাগ্যের বিড়ম্বনা) = জামালের ভাল চাকরি না পাওয়া যেন অদৃষ্টের পরিহাস ।
খ) গড্ডালিকা প্রবাহ = (অন্ধ অনুকরণ) = ভাল-মন্দ বিচার না করে অনেক নেতা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেন।
গ) রাশভারি = (গুরু গম্ভীর) = সুমনের মত রাশভারি লোক সমাজে কম দেখা যায়।
ঘ) পুকুর চুরি = (বড় মাপের চুরি) = সমাজে যারা পুকুর চুরি করেন তাদের বিচার হয়না।
ঙ) চোখের বালি = (চক্ষুঃশূল) = সত্য কথা বলায় ভাল মানুষকে অনেক সময় সবার চোখের বালিতে পরিণত হতে হয়।
ইংরেজি অংশ সমাধানঃ
১. Write down five sentence on the Father of the Nation.
i) Sheikh Mujibur Rahman is our Father of the bengali Nation.
ii) Sheikh Mujibur Rahman is the founder of Bangladsh.
iii) Sheikh Mujibur Rahman was the first president of Bangladesh.
iv) He became politically active when he joined the All India Muslim Students Federation in 1940.
v) On 15 August 1975, a group of junior army officers invaded the presidential residence with tanks and killed Mujib, his family and personal staff.
২. Translate into English.
a) সে সাঁতার কাটতে জানে না। = He does not know how to swim.
b) তিনি আমাদের ইংরেজি শেখান। = He teaches us English.
c) রহিম গত সোমবার থেকে জ্বরে ভুগছে। = Rahim has been suffering from fever since last Monday.
d) গরু আমাদের দুধ দেয়। = The cow gives us milk.
e) আমার বাবা একজন সরকারী কর্মচারী। = My father is a government employee.
৩. Write the meaning in Bengali and make sentence:
a) A bed of roses = ( আরামদায়ক অবস্থা) = Life is not a bed of roses.
b) Heart and soul = ( মনে প্রাণে) = We have to try heart and soul for our success in life.
c) In a body = (দলবদ্ধভাবে) = We have to work in a body for the development of our country.
d) Cats and dogs = (মুশুলধারে) = It is raining cats and dogs.
e) High time =(উপর্যুক্ত সময়) = It is high time to reduce corruption from our society.
৪. Use appropriate preposition:
a) He is efficient —— English. = in
b) He is addicted —— gambling. = to
c) His allegation was based —— facts. = on
d) Hard work is the key —— success. = to
e) I am father —— them. = of
গণিত অংশ সমাধানঃ
১। একটি কলম ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হয়। কলমটির ক্রয়মূল্য কত?
উত্তরঃ কলমটির ক্রয়মূল্য ১০ টাকা
২। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ : ২ এবং ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত ৮ : ৩ হবে। তাদের বর্তমান বয়স কত?
উত্তরঃ পিতার বয়স ৩৫ আর পুত্রের বয়স ১০ বছর
৩। x + 2/x =3 হলে x3 + 8/x3 এর মান কত?
উত্তরঃ 9
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
১। অনুচ্ছেদ লিখুন : বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ
বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্বের বুকে একটি রক্তাক্ত ইতিহাস। স্বাধীনতা অর্জনের জন্য ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ নয় মাস পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে বাঙালির যে রক্তক্ষয়ী সংগ্রাম সংঘটিত হয়, ইতিহাসে তা-ই বাঙালির মুক্তিযুদ্ধ নামে পরিচিত। ৩০ লক্ষ প্রাণ আর ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা বিশ্বব্যাপী অত্যন্ত মর্যাদার এবং গৌরবের আসনে অধিষ্ঠিত।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের রয়েছে এক সুর্দীঘ ইতিহাস। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর পূর্ব পাকি¯তান (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। দেশ ভাগের পর থেকেই পশ্চিম পাকিস্তানিরা নান বৈষম্যমূলক নীতি গ্রহন করে বাঙালিকে অত্যাচার -নির্যাতন করতে থাকে। ফলে সংঘটিত হয় ‘৫২ এর ভাষা আন্দোলন,’ ৬২- এর শিক্ষা আন্দোলন,’ ৬৬-এর ছয়দফা আন্দোলন এবং’ ৬৯ এর গণঅভ্যুথান।
সর্বশেষ ১৯৭০ এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয়লাভ করা সত্ত্বেও ক্ষমতা হস্তান্তরে তৎকালীন ক্ষমতাসীন প্রেসীডেন্ট ইয়াহিয়ার টালবাহানা বাঙালিকে অসহযোগ আন্দোলন গড়ে তুলতে বাধ্য করে। এর প্রেক্ষিতে১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পশ্চিমা শাসকগোষ্ঠী বাঙালির উপর ইতিহাসের বর্বরতম হত্যাকান্ড চালায়, যা ইতিহাসে ‘কালরাত’ নামে পরিচিত। এ নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদ জানাতে এবং বাঙালির ন্যায্য প্রাপ্তি আদায়ে বঙ্গব›ধুর আহ্বানে শুরু হয় মুক্তিযুদ্ধ।
বাংলার আপামর জনসাধারণের অংশগ্রহণে পরিচালিত হয় মুক্তিযুদ্ধ। লক্ষ লক্ষ মানুষ হত্যা করার মাধমে পশ্চিমা হানাদাররা এ দেশকে ধ্বংসস্তুপে পরিণত করে। অবশেষে দীর্ঘ নয় মাস বাঙালির সশস্ত্র সংগ্রামের ফলশ্রুতিতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পশ্চিমা শাসকগোষ্ঠী আত্মসমর্পণ করতে বাধ্য হয় । লক্ষ লক্ষ প্রাণ আর কোটি টাকার সম্পদহানির মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে মুক্তিযুদ্ধের । মুক্তিযেদ্ধে বাঙালির মহান আত্মত্যাগের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে স্থান পায় লাল-সবুজের পতাকাসমৃদ্ধ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ।
২। সংক্ষেপে উত্তর দিনঃ
ক) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন কোন তারিখে? উত্তরঃ ১৭ মার্চ
খ) ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ কোন স্থানে দেওয়া হয়েছিল? উত্তরঃ রেসকোর্স ময়দান (বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান)
গ) জো বাইডেন জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? উত্তরঃ ৪৬ তম
ঘ) অসমাপ্ত আত্নজীবনী গ্রন্থের রচয়িতা কে? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঙ) বাংলাদেশ ফিল্ড আর্কাইড কোন মন্ত্রণালয়ের আওতাধীন? উত্তরঃ তথ্য মন্ত্রণালয়